Ajker Patrika

তীব্র শীত আরও দুই-তিন দিন

যশোর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩১
তীব্র শীত আরও দুই-তিন দিন

কুয়াশা নেই। সময়মতোই সূর্য উঠছে। আবার নিয়ম মেনে ডুবছেও। কিন্তু সূর্যের তেমন কোনো তেজ নেই। তাতেই অনুভূত হচ্ছে শীত। সেই শীতকে আরও তীব্র করে তুলছে ঘণ্টায় বয়ে চলা ৯ থেকে ১০ কিলোমিটার গতিবেগের বাতাস।

গতকাল সোমবারও যশোরের ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। এ দিনে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

যশোর বিমান বন্দরের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ সময়ে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। জেলাটিতে গত দুই দিনে রাতের তাপমাত্রা বেড়েছে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এ সময়ে সূর্যের তেমন কোনো তেজ ছিল না। উপরন্তু ছিল হিমেল হাওয়া। যে কারণে শীত বেশি অনুভূত হয়েছে। এ অবস্থা আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। এর পরে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শৈত্য প্রবাহের কারণে দিনে কাজকর্ম স্বাভাবিক থাকলেও সকাল ও শেষ বিকেলে বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ। এ সময় তাপমাত্রা নেমে যাওয়ায় ব্যাঘাত ঘটছে কাজকর্মে। বিশেষ করে গ্রামাঞ্চল ও ছিন্নমূল মানুষ কষ্ট পাচ্ছেন বেশি। এ দিকে শীতে কষ্টে থাকা অসহায় মানুষকে প্রশাসনসহ অনেকেই গরম কাপড় বিতরণ অব্যাহত রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত