
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছেন প্রসূন রহমান। এতে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত একজন পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রুবেল। পুরস্কারপ্রাপ্তির খবর শুনে দারুণ উচ্ছ্বসিত আহমেদ রুবেল। তিনি বলেন, ‘পুরস্কার হচ্ছে কাজের স্বীকৃতি। খুব ভালো লাগছে পুরস্কৃত হয়ে। সেখানে উপস্থিত থাকতে পারলে আরও ভালো লাগত।’
জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ভারতের ‘ফিয়ারলেস ডিল্যুশন’, যেটি নির্মাণ করেছেন ভারতীয় নবীন নির্মাতা রাহুল কাবালি। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেক্সিকোর মনিকা আর্স। ‘দ্য পিংক লেগুন’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এবারের উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনয়শিল্পী ও নির্মাতা অপর্ণা সেন। সেরা অভিনেতা ছাড়া সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘প্রিয় সত্যজিৎ কোনো পুরস্কারের আশায় নির্মাণ করা হয়নি। এটি উদ্যাপনের চলচ্চিত্র। এরপরেও যেকোনো কাজের স্বীকৃতি বা ভালোবাসা পেলে নিশ্চয়ই সবার ভালো লাগে।’
এর আগে গত বছরের নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাঙ্কুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। বাংলাদেশেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ৬ জানুয়ারি ঢাকা লিট ফেস্টের ১০তম আয়োজনে প্রদর্শিত হয় ‘প্রিয় সত্যজিৎ’।
পরিচালনার পাশাপাশি ‘প্রিয় সত্যজিৎ’-এর চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান। আহমেদ রুবেল ছাড়া এতে আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক প্রমুখ।

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ট্রিবিউট ফিল্ম ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছেন প্রসূন রহমান। এতে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দ্বারা অনুপ্রাণিত একজন পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রুবেল। পুরস্কারপ্রাপ্তির খবর শুনে দারুণ উচ্ছ্বসিত আহমেদ রুবেল। তিনি বলেন, ‘পুরস্কার হচ্ছে কাজের স্বীকৃতি। খুব ভালো লাগছে পুরস্কৃত হয়ে। সেখানে উপস্থিত থাকতে পারলে আরও ভালো লাগত।’
জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ভারতের ‘ফিয়ারলেস ডিল্যুশন’, যেটি নির্মাণ করেছেন ভারতীয় নবীন নির্মাতা রাহুল কাবালি। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেক্সিকোর মনিকা আর্স। ‘দ্য পিংক লেগুন’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এবারের উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনয়শিল্পী ও নির্মাতা অপর্ণা সেন। সেরা অভিনেতা ছাড়া সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি। নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘প্রিয় সত্যজিৎ কোনো পুরস্কারের আশায় নির্মাণ করা হয়নি। এটি উদ্যাপনের চলচ্চিত্র। এরপরেও যেকোনো কাজের স্বীকৃতি বা ভালোবাসা পেলে নিশ্চয়ই সবার ভালো লাগে।’
এর আগে গত বছরের নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাঙ্কুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। বাংলাদেশেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ৬ জানুয়ারি ঢাকা লিট ফেস্টের ১০তম আয়োজনে প্রদর্শিত হয় ‘প্রিয় সত্যজিৎ’।
পরিচালনার পাশাপাশি ‘প্রিয় সত্যজিৎ’-এর চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন নির্মাতা প্রসূন রহমান। আহমেদ রুবেল ছাড়া এতে আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সাঈদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবণ্য চৌধুরী, এহসানুল হক প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫