আশরাফুল আলম আপন, বদরগঞ্জ

বদরগঞ্জের ইটভাটাগুলোতে কয়লার সঙ্গে মিশিয়ে পোড়ানো হচ্ছে টায়ারের ক্ষতিকর ছাই। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন আশপাশের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে এমন অসাধু উপায় অবলম্বন করছেন ভাটার মালিকেরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, বদরগঞ্জে কৃষিজমিতে ইটভাটা রয়েছে ৭১টি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের তথ্য অনুযায়ী ভাটার সংখ্যা ৬৪টি। এর মধ্যে কাগজপত্র আছে ১০ থেকে ১২টির। অন্যগুলো অবৈধ।
উপজেলার মধুপুর, দামোদরপুর ও রামনাথপুর ইউনিয়নে ইটভাটার সংখ্যা বেশি। এই তিন ইউনিয়নে মোট ভাটা রয়েছে ৪৫টি। এর মধ্যে শুধু মধুপুরেই রয়েছে ২৫টি।
সরকারি আইন অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। আবার তা হতে হবে এলজিইডির সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে। কিন্তু এই আইনের মধ্যে উপজেলার একটি ইটভাটাও পড়েনি।
মধুপুরের চেংমারী এলাকায় রংপুর-বদরগঞ্জ পাকা সড়ক ঘেঁষে নতুন নির্মিত বিবিএল ইটভাটায় গত বুধবার গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা জ্বালানি কয়লার সঙ্গে টায়ারের ছাইসহ প্লাস্টিক ও বিভিন্ন পুরোনো পোশাকের টুকরো মেশাচ্ছেন। ইটে কাঙ্ক্ষিত রং আনতে এটি করা হয় বলে শ্রমিকেরা জানান।
একই ইউনিয়নের এলজিইডি সড়ক ঘেঁষে থাকা পিবিএম ইটভাটায় দেখা যায়, সেখানে বস্তায় মজুত করা আছে টায়ারের ছাই। তবে ভাটার দেখভালের দায়িত্বে থাকা মোস্তা হারুন দাবি করেন, এখানে এই ছাই পোড়ানো হয় না। ভাটার কাগজপত্র ঠিক আছে বলে দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
পাশের রাজরামপুর এলাকার এমএমবি এবং এমবিএম নামের দুটি ভাটায়ও ইট পোড়ানোর কোনো অনুমতি দেখাতে পারেননি সংশ্লিষ্ট ম্যানেজারেরা।
ইটভাটায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেন বদরগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন পাইকাড়। তিনি বলেন, ইটভাটার আইন আছে, প্রয়োগ নেই। এ কারণে উপজেলায় দিন দিন ভাটার সংখ্যা বাড়ছে। আইনের প্রয়োগ না থাকায় ভাটায় টায়ারের ছাই পোড়ানোর সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু মালিক। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন উপজেলার মানুষ।
যোগাযোগ করা হলে মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, ‘আমার ইউনিয়নে ২৫টি ইটভাটা রয়েছে। আগের চেয়ারম্যান কিছু ট্রেড লাইসেন্স দিলেও আমি দিইনি। পরিষদ কার্যালয়ের রেজিস্ট্রার ঘেঁটে দেখেছি এমএমবি এবং পিবিএম নামের ইটভাটাসহ বেশ কিছু ভাটার মালিক ট্রেড লাইসেন্স নবায়ন করতে আসেননি। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকলে কেউ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট পোড়ানোর অনুমতি পাবেন না। তাঁরা কীভাবে ইট পোড়াচ্ছেন এটা প্রশাসনের দেখার বিষয়।’
রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, তাঁর ইউনিয়নে ১৩টি ইটভাটা রয়েছে। প্রায় সবগুলোই অবৈধভাবে চলছে।
এ বিষয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যাঁদের ইটভাটা রয়েছে তাঁরা কেউই পরিবেশ ছাড়পত্র পাননি। আর ছাড়পত্র না পেলে তাঁরা ইট পোড়ানোর অনুমতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাবেন না। তবে তাঁরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে ইট পোড়াচ্ছেন। উপজেলার ১২টি ইটভাটা মালিকের কাগজপত্র ঠিক আছে।
এক প্রশ্নের জবাবে শাহজাহান আলী বলেন, ‘টায়ারের ছাই ক্ষতিকর। তাই ভাটা মালিকদের ইট পোড়াতে টায়ারের ছাই ব্যবহারে নিষেধ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। কাগজপত্র না থাকলে ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বদরগঞ্জের ইটভাটাগুলোতে কয়লার সঙ্গে মিশিয়ে পোড়ানো হচ্ছে টায়ারের ক্ষতিকর ছাই। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন আশপাশের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে এমন অসাধু উপায় অবলম্বন করছেন ভাটার মালিকেরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, বদরগঞ্জে কৃষিজমিতে ইটভাটা রয়েছে ৭১টি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের তথ্য অনুযায়ী ভাটার সংখ্যা ৬৪টি। এর মধ্যে কাগজপত্র আছে ১০ থেকে ১২টির। অন্যগুলো অবৈধ।
উপজেলার মধুপুর, দামোদরপুর ও রামনাথপুর ইউনিয়নে ইটভাটার সংখ্যা বেশি। এই তিন ইউনিয়নে মোট ভাটা রয়েছে ৪৫টি। এর মধ্যে শুধু মধুপুরেই রয়েছে ২৫টি।
সরকারি আইন অনুযায়ী, কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। আবার তা হতে হবে এলজিইডির সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে। কিন্তু এই আইনের মধ্যে উপজেলার একটি ইটভাটাও পড়েনি।
মধুপুরের চেংমারী এলাকায় রংপুর-বদরগঞ্জ পাকা সড়ক ঘেঁষে নতুন নির্মিত বিবিএল ইটভাটায় গত বুধবার গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা জ্বালানি কয়লার সঙ্গে টায়ারের ছাইসহ প্লাস্টিক ও বিভিন্ন পুরোনো পোশাকের টুকরো মেশাচ্ছেন। ইটে কাঙ্ক্ষিত রং আনতে এটি করা হয় বলে শ্রমিকেরা জানান।
একই ইউনিয়নের এলজিইডি সড়ক ঘেঁষে থাকা পিবিএম ইটভাটায় দেখা যায়, সেখানে বস্তায় মজুত করা আছে টায়ারের ছাই। তবে ভাটার দেখভালের দায়িত্বে থাকা মোস্তা হারুন দাবি করেন, এখানে এই ছাই পোড়ানো হয় না। ভাটার কাগজপত্র ঠিক আছে বলে দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
পাশের রাজরামপুর এলাকার এমএমবি এবং এমবিএম নামের দুটি ভাটায়ও ইট পোড়ানোর কোনো অনুমতি দেখাতে পারেননি সংশ্লিষ্ট ম্যানেজারেরা।
ইটভাটায় এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেন বদরগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন পাইকাড়। তিনি বলেন, ইটভাটার আইন আছে, প্রয়োগ নেই। এ কারণে উপজেলায় দিন দিন ভাটার সংখ্যা বাড়ছে। আইনের প্রয়োগ না থাকায় ভাটায় টায়ারের ছাই পোড়ানোর সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু মালিক। এতে বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন উপজেলার মানুষ।
যোগাযোগ করা হলে মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, ‘আমার ইউনিয়নে ২৫টি ইটভাটা রয়েছে। আগের চেয়ারম্যান কিছু ট্রেড লাইসেন্স দিলেও আমি দিইনি। পরিষদ কার্যালয়ের রেজিস্ট্রার ঘেঁটে দেখেছি এমএমবি এবং পিবিএম নামের ইটভাটাসহ বেশ কিছু ভাটার মালিক ট্রেড লাইসেন্স নবায়ন করতে আসেননি। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নবায়ন না থাকলে কেউ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট পোড়ানোর অনুমতি পাবেন না। তাঁরা কীভাবে ইট পোড়াচ্ছেন এটা প্রশাসনের দেখার বিষয়।’
রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, তাঁর ইউনিয়নে ১৩টি ইটভাটা রয়েছে। প্রায় সবগুলোই অবৈধভাবে চলছে।
এ বিষয়ে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যাঁদের ইটভাটা রয়েছে তাঁরা কেউই পরিবেশ ছাড়পত্র পাননি। আর ছাড়পত্র না পেলে তাঁরা ইট পোড়ানোর অনুমতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাবেন না। তবে তাঁরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে ইট পোড়াচ্ছেন। উপজেলার ১২টি ইটভাটা মালিকের কাগজপত্র ঠিক আছে।
এক প্রশ্নের জবাবে শাহজাহান আলী বলেন, ‘টায়ারের ছাই ক্ষতিকর। তাই ভাটা মালিকদের ইট পোড়াতে টায়ারের ছাই ব্যবহারে নিষেধ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছি। কাগজপত্র না থাকলে ইটভাটা মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫