কামাল হোসেন, কয়রা

কয়রা উপজেলায় আকাশে কালো মেঘ ও বাতাসের একটু বেগ বাড়লেই চলে যায় বিদ্যুৎ। তিন-চার ঘণ্টা লেগে যায় আবার ফিরে আসতে। কখনো সেটি স্বাভাবিক হতে এক-দুদিনও লাগে।
এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রধান বাধা সাতক্ষীরা গ্রিড থেকে ঘের ও বিলের মধ্য দিয়ে আসা ৪৫ কিলোমিটার লাইন। এই লাইনই এখন বিদ্যুৎকর্মীদের কাছে আতঙ্কের বিষয়। কখন, কোথায় ট্রান্সফর্মার বিস্ফোরণ ও আগুন ধরে লাইন বিচ্ছিন্ন হয়—এ নিয়েই তাঁদের দিনভর ব্যস্ত থাকতে হয়। এ ছাড়া নারকেল, কড়ইসহ অন্যান্য গাছের ডালা ও পাতা পড়ে বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতিতে খোঁজ নিয়ে জানা যায়, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসটি সাতক্ষীরা গ্রিডের মাধ্যমে উপজেলাটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। সাতটি ইউনিয়নে মোট গ্রাহক ৬৫ হাজার ২৬০ জন। এর মধ্যে আবাসিক গ্রাহকের সংখ্যা ৫০ হাজার ৯৬৪ ও বাণিজ্যিক গ্রাহক ৩ হাজার ৯৬৮ জন।
আমাদী ইউনিয়নের হাতিয়ারডাঙ্গা ও উত্তর বেদকাশী ইউনিয়নে ফুলতলা বাজারে স্থাপিত ২টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে গ্রাহকসেবা চলছে। ৬টি ফিডের মাধ্যমে চালানো হচ্ছে সঞ্চালন লাইনগুলো। ১৮ জন লাইনম্যান প্রতিদিন গ্রাহকদের বিভিন্ন অভিযোগের সুরাহা করতে মাঠে কাজ করেন।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের গ্রাহক শরীফুল ইসলাম বলেন, ‘কোনো নোটিশ ছাড়াই হঠাৎ দিনভর বিদ্যুৎ থাকে না। অফিসে খোঁজ নিলে বলে সাতক্ষীরা লাইনে ঝামেলা হয়েছে। অপেক্ষা করেন আমরা কাজ করছি। এ ছাড়া আকাশে কালো মেঘ ও ঝোড়ো বাতাস দেখা দিলে বিদ্যুৎ থাকে না। কয়েক দিন আগে কয়েকটি স্থানে গাছ পড়লে আমাদের গ্রামে দুদিন পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি।
মহারাজপুর গ্রামের গ্রাহক আছাফুর রহমান বলেন, ‘আগে বাতাস বাড়লে ঘর-দরজা ভেঙে পড়া নিয়ে আতঙ্কে থাকতাম। কিন্তু এখন সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ চলে যাওয়া। লাইনের ওপর একবার গাছ পড়লে ৮-১০ ঘণ্টায়ও বিদ্যুৎ ফিরে আসার সম্ভাবনা থাকে না। কখনো কখনো এটা এক-দুই দিনও গড়ায়। এত বেশি পরিমাণ গাছ পড়ে যে বিদ্যুতের লোকজন দিন-রাত চেষ্টা করেও লাইন চালু করতে সক্ষম হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান বলেন, আকাশে কালো মেঘ ও বাতাস বাড়তে দেখলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বেশি আতঙ্কে থাকি সাতক্ষীরা গ্রিড থেকে আমাদের হাতিয়ারডাঙ্গা উপকেন্দ্রে আসা ৪৫ কিলোমিটার লাইন নিয়ে। এই লাইনে সমস্যা হলে মাছের ঘেরের মধ্য দিয়ে সমস্যা খুঁজতে হয়। এখন গড়ে প্রতিদিন ১০-১২টি অভিযোগ সমাধান করলেও আকাশে কালো মেঘ ও ঝোড়ো বাতাস দেখা দিলে তা বেড়ে ৮০-৯০টির মতো দাঁড়ায়। কখনো কখনো দিন-রাত কাজ করে লাইন চালু করতে হয়। জোনাল অফিসে আরও ১০-১৫ জন লাইনম্যান পদায়ন করলে এ দুর্ভোগ কিছুটা হলেও কমে যেত।
মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ বলেন, ‘আমরা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। আর আমাদের বিদ্যুৎ আসে সাতক্ষীরা গ্রিড থেকে। আমাদের এখানে কোনো সমস্যা নেই, কিন্তু সাতক্ষীরার লাইনে সমস্যা। যে কারণে আমাদের বিদ্যুৎবিভ্রাটে পড়তে হয়। তাই দ্রুত সময়ের মধ্য খুলনার সঙ্গে এ এলাকার লাইন প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।’
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান তালুকদার বলেন, ‘১টি উপকেন্দ্রের মাধ্যমে এ উপজেলায় আমাদের ১ হাজার ৫৯০ কিলোমিটার লাইন পরিচালনা করতে হয়। প্রতিদিন এখানে সাড়ে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রধান বাধা সাতক্ষীরা গ্রিড থেকে ঘের ও বিলের মধ্য দিয়ে আসা ৪৫ কিলোমিটার লাইন। জাতীয় চাহিদা সমন্বয় করতে গিয়ে মাঝেমধ্যে আমাদের ২-৩ মেগাওয়াট বিদ্যুৎ কম দেওয়ায় লোডশেডিং করতে হয়। তারপরও আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।’

কয়রা উপজেলায় আকাশে কালো মেঘ ও বাতাসের একটু বেগ বাড়লেই চলে যায় বিদ্যুৎ। তিন-চার ঘণ্টা লেগে যায় আবার ফিরে আসতে। কখনো সেটি স্বাভাবিক হতে এক-দুদিনও লাগে।
এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রধান বাধা সাতক্ষীরা গ্রিড থেকে ঘের ও বিলের মধ্য দিয়ে আসা ৪৫ কিলোমিটার লাইন। এই লাইনই এখন বিদ্যুৎকর্মীদের কাছে আতঙ্কের বিষয়। কখন, কোথায় ট্রান্সফর্মার বিস্ফোরণ ও আগুন ধরে লাইন বিচ্ছিন্ন হয়—এ নিয়েই তাঁদের দিনভর ব্যস্ত থাকতে হয়। এ ছাড়া নারকেল, কড়ইসহ অন্যান্য গাছের ডালা ও পাতা পড়ে বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতিতে খোঁজ নিয়ে জানা যায়, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসটি সাতক্ষীরা গ্রিডের মাধ্যমে উপজেলাটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। সাতটি ইউনিয়নে মোট গ্রাহক ৬৫ হাজার ২৬০ জন। এর মধ্যে আবাসিক গ্রাহকের সংখ্যা ৫০ হাজার ৯৬৪ ও বাণিজ্যিক গ্রাহক ৩ হাজার ৯৬৮ জন।
আমাদী ইউনিয়নের হাতিয়ারডাঙ্গা ও উত্তর বেদকাশী ইউনিয়নে ফুলতলা বাজারে স্থাপিত ২টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে গ্রাহকসেবা চলছে। ৬টি ফিডের মাধ্যমে চালানো হচ্ছে সঞ্চালন লাইনগুলো। ১৮ জন লাইনম্যান প্রতিদিন গ্রাহকদের বিভিন্ন অভিযোগের সুরাহা করতে মাঠে কাজ করেন।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের গ্রাহক শরীফুল ইসলাম বলেন, ‘কোনো নোটিশ ছাড়াই হঠাৎ দিনভর বিদ্যুৎ থাকে না। অফিসে খোঁজ নিলে বলে সাতক্ষীরা লাইনে ঝামেলা হয়েছে। অপেক্ষা করেন আমরা কাজ করছি। এ ছাড়া আকাশে কালো মেঘ ও ঝোড়ো বাতাস দেখা দিলে বিদ্যুৎ থাকে না। কয়েক দিন আগে কয়েকটি স্থানে গাছ পড়লে আমাদের গ্রামে দুদিন পর্যন্ত বিদ্যুৎ লাইন সচল হয়নি।
মহারাজপুর গ্রামের গ্রাহক আছাফুর রহমান বলেন, ‘আগে বাতাস বাড়লে ঘর-দরজা ভেঙে পড়া নিয়ে আতঙ্কে থাকতাম। কিন্তু এখন সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ চলে যাওয়া। লাইনের ওপর একবার গাছ পড়লে ৮-১০ ঘণ্টায়ও বিদ্যুৎ ফিরে আসার সম্ভাবনা থাকে না। কখনো কখনো এটা এক-দুই দিনও গড়ায়। এত বেশি পরিমাণ গাছ পড়ে যে বিদ্যুতের লোকজন দিন-রাত চেষ্টা করেও লাইন চালু করতে সক্ষম হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান বলেন, আকাশে কালো মেঘ ও বাতাস বাড়তে দেখলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বেশি আতঙ্কে থাকি সাতক্ষীরা গ্রিড থেকে আমাদের হাতিয়ারডাঙ্গা উপকেন্দ্রে আসা ৪৫ কিলোমিটার লাইন নিয়ে। এই লাইনে সমস্যা হলে মাছের ঘেরের মধ্য দিয়ে সমস্যা খুঁজতে হয়। এখন গড়ে প্রতিদিন ১০-১২টি অভিযোগ সমাধান করলেও আকাশে কালো মেঘ ও ঝোড়ো বাতাস দেখা দিলে তা বেড়ে ৮০-৯০টির মতো দাঁড়ায়। কখনো কখনো দিন-রাত কাজ করে লাইন চালু করতে হয়। জোনাল অফিসে আরও ১০-১৫ জন লাইনম্যান পদায়ন করলে এ দুর্ভোগ কিছুটা হলেও কমে যেত।
মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ বলেন, ‘আমরা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়। আর আমাদের বিদ্যুৎ আসে সাতক্ষীরা গ্রিড থেকে। আমাদের এখানে কোনো সমস্যা নেই, কিন্তু সাতক্ষীরার লাইনে সমস্যা। যে কারণে আমাদের বিদ্যুৎবিভ্রাটে পড়তে হয়। তাই দ্রুত সময়ের মধ্য খুলনার সঙ্গে এ এলাকার লাইন প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।’
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান তালুকদার বলেন, ‘১টি উপকেন্দ্রের মাধ্যমে এ উপজেলায় আমাদের ১ হাজার ৫৯০ কিলোমিটার লাইন পরিচালনা করতে হয়। প্রতিদিন এখানে সাড়ে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রধান বাধা সাতক্ষীরা গ্রিড থেকে ঘের ও বিলের মধ্য দিয়ে আসা ৪৫ কিলোমিটার লাইন। জাতীয় চাহিদা সমন্বয় করতে গিয়ে মাঝেমধ্যে আমাদের ২-৩ মেগাওয়াট বিদ্যুৎ কম দেওয়ায় লোডশেডিং করতে হয়। তারপরও আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫