Ajker Patrika

দুই কৃষকের বেগুন ও রসুনের ক্ষেত ধ্বংস

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ১৩
দুই কৃষকের বেগুন ও রসুনের ক্ষেত ধ্বংস

মনিরামপুরে দুজন কৃষকের বেগুন ও রসুনের গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনি কোলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই দুই কৃষক। পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে দাবি তাঁদের।

ক্ষতিগ্রস্তরা হলেন বড় চেতলা গ্রামের নজিম উদ্দিন ও নুরুল ইসলাম।

কৃষক নজিম উদ্দিন বলেন, ‘৫ কাঠা জমিতে বেগুনের চারা লাগিয়েছিলাম। গাছগুলো বেগুন ধরার উপযোগী হয়ে গিয়েছিল। শুক্রবার রাতে কে বা কারা সব বেগুনগাছ কেটে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আশপাশের লোকজন ছাগল দিয়ে আমার কলা, পেঁপেখেতসহ সব ধরনের ফসলের ক্ষতি করে। খেতে ছাগল ঢোকানো নিয়ে কথা বলায় দুর্বৃত্তরা এ কাজ করেছে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

রসুনচাষি নুরুল ইসলাম বলেন, ‘প্রায়ই লোকজন তাঁদের গরু-ছাগল দিয়ে ফসলের ক্ষতি করেন। বাধা দিলে গন্ডগোল হয়। শুক্রবার খেতে ছাগল ঢোকা নিয়ে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে হাতাহাতি হয়। ছাগল মালিকপক্ষ আমাদের মারপিট করেন। পরে ছাগল মালিক আমাদের নামে ঝাঁপা ফাঁড়িতে অভিযোগ করে। বিকেলে পুলিশ এসে ঘুরে যায়। গতকাল শনিবার সকালে গিয়ে দেখি আমাদের ফসল খেত কেটে দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা আমার ৬ কাঠা জমির রসুনগাছ কেটে নষ্ট করে দিয়েছে।’

ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ আকতারুল ইসলাম বলেন, ‘ফসল কাটার কথা শুনেছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘ছাগল নিয়ে মারামারির ঘটনায় শুক্রবার এক নারী অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে দুই পক্ষকে ফাঁড়িতে ডেকেছিলাম। আসামিপক্ষ এলেও অভিযোগকারী হাজির হননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

এলাকার খবর
Loading...