শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে শিক্ষামন্ত্রী দীপু মনির নামে মোবাইল ফোনে খুদে বার্তা (মেসেজ) পাঠিয়ে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে একদল প্রতারক। বগুড়ার শিবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী এ প্রতারণার শিকার হয়েছে। এ ছাড়া উপজেলার স্থানীয় এক সাংবাদিকের ফোনে এসএমএস পাঠিয়ে ও কল করে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করেছে চক্রটি।
গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে স্থানীয় এক সাংবাদিকে ফোনে একটি খুদে বার্তা আসে। যেখানে লেখা, ‘প্রিয় শিক্ষার্থী করোনাভাইরাসের কারণে তোমাদের ফোনে ৪৫০০ টাকা দেওয়া হচ্ছে। বিকাশ নম্বরে টাকা নিতে শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করো-০১৯৯০৮১৭১২৬, শিক্ষা মন্ত্রী দীপু মনি।’
প্রতারণার ফাঁদ বুঝতে পেরে তাদের কৌশল জানতে ওই ফোন নম্বরে যোগাযোগ করলে ব্যক্তিটি বলে, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে বলছি; আপনার বিকাশ নম্বর দেন।’ এরপর নানা অসংলগ্ন কথা বলার পর বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে অতি দ্রুত কোডটি তাকে জানাতে বলে হ্যাকার। মূলত এই কোডটি অ্যাকাউন্ট লগইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এদিকে উপজেলার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম হাসানের নগদ অ্যাকাউন্ট হ্যাক করে উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুধু তামিমের টাকাই নয়; ওই প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশতাধিক খুদে শিক্ষার্থীর উপবৃত্তির সমুদয় টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র।
হ্যাকারের মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনা নিশ্চিত করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘আমার নিজের ভাতিজির উপবৃত্তির টাকাসহ প্রায় ৫০ জন শিক্ষার্থীর টাকা হ্যাক করে নিয়ে নিয়েছে হ্যাকাররা।’ এ বিষয়ে কিছুদিনের মধ্যেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দেবেন বলে জানান তিনি।
এসব বিষয়ে কথা হয়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহানের সঙ্গে। তিনি বলেন, প্রথম দিকে কিছু অভিভাবকের অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটলেও বর্তমানে তাঁর দপ্তরে এমন অভিযোগ করেননি কেউ।
সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান জানান, নানাভাবে বিকাশ ও নগদ প্রতারকেরা গ্রাহকদের প্রতারণা করতে পারে। তবে কেউ প্রতারিত হলে থানায় জিডি করলে প্রতারক চক্রটিকে আটকে পুলিশি অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে শিক্ষামন্ত্রী দীপু মনির নামে মোবাইল ফোনে খুদে বার্তা (মেসেজ) পাঠিয়ে গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে একদল প্রতারক। বগুড়ার শিবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী এ প্রতারণার শিকার হয়েছে। এ ছাড়া উপজেলার স্থানীয় এক সাংবাদিকের ফোনে এসএমএস পাঠিয়ে ও কল করে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করেছে চক্রটি।
গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে স্থানীয় এক সাংবাদিকে ফোনে একটি খুদে বার্তা আসে। যেখানে লেখা, ‘প্রিয় শিক্ষার্থী করোনাভাইরাসের কারণে তোমাদের ফোনে ৪৫০০ টাকা দেওয়া হচ্ছে। বিকাশ নম্বরে টাকা নিতে শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করো-০১৯৯০৮১৭১২৬, শিক্ষা মন্ত্রী দীপু মনি।’
প্রতারণার ফাঁদ বুঝতে পেরে তাদের কৌশল জানতে ওই ফোন নম্বরে যোগাযোগ করলে ব্যক্তিটি বলে, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে বলছি; আপনার বিকাশ নম্বর দেন।’ এরপর নানা অসংলগ্ন কথা বলার পর বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে অতি দ্রুত কোডটি তাকে জানাতে বলে হ্যাকার। মূলত এই কোডটি অ্যাকাউন্ট লগইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এদিকে উপজেলার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম হাসানের নগদ অ্যাকাউন্ট হ্যাক করে উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। শুধু তামিমের টাকাই নয়; ওই প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশতাধিক খুদে শিক্ষার্থীর উপবৃত্তির সমুদয় টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র।
হ্যাকারের মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনা নিশ্চিত করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘আমার নিজের ভাতিজির উপবৃত্তির টাকাসহ প্রায় ৫০ জন শিক্ষার্থীর টাকা হ্যাক করে নিয়ে নিয়েছে হ্যাকাররা।’ এ বিষয়ে কিছুদিনের মধ্যেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দেবেন বলে জানান তিনি।
এসব বিষয়ে কথা হয়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহানের সঙ্গে। তিনি বলেন, প্রথম দিকে কিছু অভিভাবকের অসচেতনতার কারণে এমন ঘটনা ঘটলেও বর্তমানে তাঁর দপ্তরে এমন অভিযোগ করেননি কেউ।
সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান জানান, নানাভাবে বিকাশ ও নগদ প্রতারকেরা গ্রাহকদের প্রতারণা করতে পারে। তবে কেউ প্রতারিত হলে থানায় জিডি করলে প্রতারক চক্রটিকে আটকে পুলিশি অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫