ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

মাছ, তেল, আলু, সবজি ও ইফতারসামগ্রী মিলিয়ে পাওয়া যাচ্ছে ব্যাগভর্তি বাজার। এ বাজারে পণ্য কিনতে লাগে না কোনো টাকা। রমজান মাসে অসহায় ও গরিব মানুষের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ঈশ্বরগঞ্জের মুক্তির বন্ধন ফাউন্ডেশন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের বাজারে বিনা মূল্যে ব্যাগভর্তি পণ্য পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা।
মোছা. হাজেরা খাতুন, জামেনা খাতুন, আমেনা খাতুন, মিঞা হোসেনসহ বেশ কয়েকজন বলেন, ‘বাজারে পণ্যের যে পরিমাণ দাম বেড়েছে, আমাদের মতো গরিব মানুষের দুবেলা খেয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিনা মূল্যে ব্যাগভর্তি বাজার পেয়ে অনেক উপকার হলো।’
পবিত্র রমজানের প্রথম দিনে গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মুক্তির বন্ধন ফাউন্ডেশনের বিনা মূল্যে বাজারের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রুপক প্রমুখ।
রোববার সকালে গিয়ে দেখা যায়, আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও ইরা ফিলিং স্টেশন প্রাঙ্গণে ফ্রি হাট থেকে বাজার নিতে লাইনে দাঁড়িয়ে আছেন স্থানীয় উপকারভোগীরা। তার পাশেই বিশাল প্যান্ডেল করা বাজারের স্টল। একেক স্টলে একেক রকম জিনিস সাঁজিয়ে রাখা হয়েছে। সারির প্রথম স্টলেই মেডিকেল বুথ রাখা হয়েছে।
এরপর সবজির স্টলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উপকারভোগীরা শাক-সবজি, আলু, পেঁয়াজ, মাছ, লাউসহ ইফতারসামগ্রী নিচ্ছেন। ওই সব উপকারভোগীদের ব্যাগে পণ্য তুলে দিতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা।
এ বিষয়ে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ বলেন, ‘২০১৯ সাল থেকে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরই রমজানে বিনা মূল্যে বাজার কার্যক্রম চলছে। এবারও রমজান মাসজুড়ে এ বাজার চলবে। এতে প্রতি সপ্তাহে ৩০০ জন অসহায় দরিদ্র উপকারভোগীকে এক সপ্তাহের বাজার দেওয়া হবে।’

মাছ, তেল, আলু, সবজি ও ইফতারসামগ্রী মিলিয়ে পাওয়া যাচ্ছে ব্যাগভর্তি বাজার। এ বাজারে পণ্য কিনতে লাগে না কোনো টাকা। রমজান মাসে অসহায় ও গরিব মানুষের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ঈশ্বরগঞ্জের মুক্তির বন্ধন ফাউন্ডেশন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের বাজারে বিনা মূল্যে ব্যাগভর্তি পণ্য পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা।
মোছা. হাজেরা খাতুন, জামেনা খাতুন, আমেনা খাতুন, মিঞা হোসেনসহ বেশ কয়েকজন বলেন, ‘বাজারে পণ্যের যে পরিমাণ দাম বেড়েছে, আমাদের মতো গরিব মানুষের দুবেলা খেয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিনা মূল্যে ব্যাগভর্তি বাজার পেয়ে অনেক উপকার হলো।’
পবিত্র রমজানের প্রথম দিনে গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মুক্তির বন্ধন ফাউন্ডেশনের বিনা মূল্যে বাজারের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রুপক প্রমুখ।
রোববার সকালে গিয়ে দেখা যায়, আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও ইরা ফিলিং স্টেশন প্রাঙ্গণে ফ্রি হাট থেকে বাজার নিতে লাইনে দাঁড়িয়ে আছেন স্থানীয় উপকারভোগীরা। তার পাশেই বিশাল প্যান্ডেল করা বাজারের স্টল। একেক স্টলে একেক রকম জিনিস সাঁজিয়ে রাখা হয়েছে। সারির প্রথম স্টলেই মেডিকেল বুথ রাখা হয়েছে।
এরপর সবজির স্টলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উপকারভোগীরা শাক-সবজি, আলু, পেঁয়াজ, মাছ, লাউসহ ইফতারসামগ্রী নিচ্ছেন। ওই সব উপকারভোগীদের ব্যাগে পণ্য তুলে দিতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা।
এ বিষয়ে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ বলেন, ‘২০১৯ সাল থেকে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরই রমজানে বিনা মূল্যে বাজার কার্যক্রম চলছে। এবারও রমজান মাসজুড়ে এ বাজার চলবে। এতে প্রতি সপ্তাহে ৩০০ জন অসহায় দরিদ্র উপকারভোগীকে এক সপ্তাহের বাজার দেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫