আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

ডলার সংকট, বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি ও বৈশ্বিক বাণিজ্য মন্দা পরিস্থিতিতেও চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত এ রাজস্ব আদায় আগের তুলনায় বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ। এ সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩০ হাজার ১৮০ কোটি টাকা। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ হাজার ৮৯৬ কোটি টাকা বেশি।
কাস্টমস কর্মকর্তারা জানান, চলতি অর্থবছর শেষে রাজস্ব আদায়ের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থবছর শেষে কী পরিমাণ রাজস্ব আদায় হবে, তা নির্ভর করছে আমদানি পরিস্থিতির ওপর। তবে অবশ্যই গত অর্থবছরের রাজস্ব আয়কে ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়।
কাস্টমস কর্মকর্তারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাস্টমসের রাজস্ব আয়েও ধারাবাহিকতা থাকতে হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা ইতিবাচক।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। তবে প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৩৮০ কোটি টাকা কম
আদায় হয়েছে।
এদিকে চট্টগ্রাম কাস্টমসে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৫৯ হাজার ১৬০ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেছেন, বর্তমানে রাজস্ব আদায়ের সিস্টেম আধুনিক হওয়া এবং ডলারের দাম বাড়ার কারণে পণ্যের মূল্যও বেড়ে গেছে। এতে আগের তুলনায় বেশি শুল্ক দিতে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে কাস্টমসের আয় বাড়লেও পণ্যের মূল্য ও শুল্ক—দুটোতেই ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যথাযথ এইচএস কোড প্রতিপালনে গুরুত্বারোপ, ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের কারণে রাজস্ব আয় বেড়েছে।’
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয়।

ডলার সংকট, বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি ও বৈশ্বিক বাণিজ্য মন্দা পরিস্থিতিতেও চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত এ রাজস্ব আদায় আগের তুলনায় বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ। এ সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩০ হাজার ১৮০ কোটি টাকা। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ হাজার ৮৯৬ কোটি টাকা বেশি।
কাস্টমস কর্মকর্তারা জানান, চলতি অর্থবছর শেষে রাজস্ব আদায়ের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থবছর শেষে কী পরিমাণ রাজস্ব আদায় হবে, তা নির্ভর করছে আমদানি পরিস্থিতির ওপর। তবে অবশ্যই গত অর্থবছরের রাজস্ব আয়কে ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়।
কাস্টমস কর্মকর্তারা আরও বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাস্টমসের রাজস্ব আয়েও ধারাবাহিকতা থাকতে হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা ইতিবাচক।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। তবে প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৩৮০ কোটি টাকা কম
আদায় হয়েছে।
এদিকে চট্টগ্রাম কাস্টমসে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৫৯ হাজার ১৬০ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেছেন, বর্তমানে রাজস্ব আদায়ের সিস্টেম আধুনিক হওয়া এবং ডলারের দাম বাড়ার কারণে পণ্যের মূল্যও বেড়ে গেছে। এতে আগের তুলনায় বেশি শুল্ক দিতে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে কাস্টমসের আয় বাড়লেও পণ্যের মূল্য ও শুল্ক—দুটোতেই ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যথাযথ এইচএস কোড প্রতিপালনে গুরুত্বারোপ, ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের কারণে রাজস্ব আয় বেড়েছে।’
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫