শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনা মূল্যে বিশেষ ভিজিএফের চাল পাবেন ১ লাখ ৬৪ হাজার ৬৫ জন অসহায় ও হতদরিদ্র মানুষ। এ উপলক্ষে ইতিমধ্যে ভিজিএফের কার্ড বিতরণ কার্যক্রমসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
জেলা ত্রাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুয়েল সাংমা বলেন, এবার জেলার ৫২টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় ১ লাখ ৬৪ হাজার ৬৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।
এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৯৪৫ টি, নকলা উপজেলায় ১৩ হাজার ৯১৩ টি, নালিতাবাড়ী উপজেলায় ৩২ হাজার ৮২৯টি, শ্রীবরদী উপজেলায় ২১ হাজার ৪৫৫টি ও ঝিনাইগাতী উপজেলায় ১২ হাজার ৬০০ ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও জেলার চারটি পৌরসভার মধ্যে শেরপুর পৌরসভায় চার হাজার ৬২১টি, নকলা পৌরসভায় তিন হাজার ৮১টি, নালিতাবাড়ী পৌরসভায় তিন হাজার ৮১টি ও শ্রীবরদী পৌরসভায় এক হাজার ৫৪০টি কার্ড বিতরণ করা হয়েছে।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ‘ভিজিএফ কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। শেরপুর পৌরসভায় স্বচ্ছভাবে নয়টি ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণের কাজ সম্পন্ন করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিনা মূল্যে বিতরণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যে উপজেলা ও পৌরসভায় মনিটরিং টিম গঠন করা হয়েছে।

শেরপুর জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনা মূল্যে বিশেষ ভিজিএফের চাল পাবেন ১ লাখ ৬৪ হাজার ৬৫ জন অসহায় ও হতদরিদ্র মানুষ। এ উপলক্ষে ইতিমধ্যে ভিজিএফের কার্ড বিতরণ কার্যক্রমসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
জেলা ত্রাণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুয়েল সাংমা বলেন, এবার জেলার ৫২টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় ১ লাখ ৬৪ হাজার ৬৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।
এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৯৪৫ টি, নকলা উপজেলায় ১৩ হাজার ৯১৩ টি, নালিতাবাড়ী উপজেলায় ৩২ হাজার ৮২৯টি, শ্রীবরদী উপজেলায় ২১ হাজার ৪৫৫টি ও ঝিনাইগাতী উপজেলায় ১২ হাজার ৬০০ ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও জেলার চারটি পৌরসভার মধ্যে শেরপুর পৌরসভায় চার হাজার ৬২১টি, নকলা পৌরসভায় তিন হাজার ৮১টি, নালিতাবাড়ী পৌরসভায় তিন হাজার ৮১টি ও শ্রীবরদী পৌরসভায় এক হাজার ৫৪০টি কার্ড বিতরণ করা হয়েছে।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ‘ভিজিএফ কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে চাল বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। শেরপুর পৌরসভায় স্বচ্ছভাবে নয়টি ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণের কাজ সম্পন্ন করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হবে।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিনা মূল্যে বিতরণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যে উপজেলা ও পৌরসভায় মনিটরিং টিম গঠন করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫