ফয়সাল চৌধুরী, আটপাড়া

ছোট চারটি খুঁটির ওপর একটি বাক্স। দুই পাশে দুটি বাঁশের বেঞ্চ। ওপরে কয়েক পাতা টিনের একটি চালা। ১৫ হাজারেরও বেশি টাকার বই আছে এখানে। অথচ নেই কোনো তালা-চাবি। যে কেউ যেকোনো সময় চাইলেই বাক্সের দরজা খুলে পছন্দের বইটি বেঞ্চে বসে পড়তে পারছেন।
নেত্রকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের নগুয়া কুশলগাঁও গ্রামের ঢুপিখালী নদী ও ঘন সবুজ বনের উপকূলে অবস্থিত এই পাঠাগারটি। মৌগাতি ইউনিয়ন পরিষদ থেকে আনুমানিক ১০০০ ফুট উত্তরের পাঠাগারটিকে ‘বইবন্ধু পাঠাগার’ নামকরণ করেছেন কবি নির্মলেন্দু গুণ।
পাঠাগারটির প্রতিষ্ঠাতা এক কিশোর। একজন কবি হিসেবেও পরিচিত। মো. রাসেল হাসান (১৬) নামের ওই কিশোর জানায়, ষষ্ঠ শ্রেণিতে থাকতে একদিন পাঠাগার প্রতিষ্ঠার আলোচনায় যোগ দেয় সে। তখন থেকেই রাসেলের মাথায় পাঠাগার প্রতিষ্ঠার চিন্তা জেঁকে বসে। কিন্তু নিজের সামর্থ্যের দিকে তাকিয়ে সাহস করতে পারেনি সে। তবে মনে মনে চিন্তা ছিল এ নিয়ে। অবশেষে দশম শ্রেণিতে এসে সে স্বপ্ন বাস্তবায়ন করে রাসেল।
রাসেলে একদিন পরিকল্পনা করে—ছোট্ট একটি বাক্স বানিয়ে একটি খুঁটিতে রাস্তায় পুঁতে রাখবে। বাক্সটি থাকবে বইয়ে ভরা। মানুষ এখান থেকে নিয়ে নিয়ে বই পড়বে। এটাই হবে আমেরিকান কান্ট্রিগুলোর ন্যায় তার পথপাঠাগার।
তবে তখন তার হাতে ছিল ৬০০-৭০০ টাকা। বাজারে গিয়ে জানতে পারেন এ টাকায় বাক্স তৈরি হবে না। এরপর অনেকের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন। ফেসবুকে পোস্ট দিলে কেউ কেউ এগিয়ে আসেন সহযোগিতায়। বানান বাক্স। অভাব এখন লোহার খুঁটি তৈরির। তবে হাতে টাকা নাই। এ কারণে ঋণ নেওয়া হয়। বাক্স ও খুঁটি বানানো হলো। দেখা গেল ওপরে টিন না দিলে হবে না। অনেক কষ্ট করে সে অর্থ জোগাড় হয়। কিছু বইও কিনে রাখে পাঠাগারে।
রাসেল কবি নির্মলেন্দু গুণের কাছে পাঠাগারটির নাম চাইলে তিনি নাম দেন ‘বইবন্ধু পাঠাগার’। সেই সঙ্গে নিজের লেখা ৪৩টি বই ও পাঁচটি চেয়ার উপহার দেন এই পাঠাগারে।
জানতে চাইলে পাঠাগারের পাঠক ঝুমা আক্তার বলেন, ‘বইবন্ধু পাঠাগার আমাদের জ্ঞানের ক্ষুধা মিটাচ্ছে।’ বিদ্যুৎ তালুকদার আরিফ বলেন, ‘পাঠাগারটি হওয়ায় আমাদের উপকার হয়েছে। ভীষণ ভালো লাগছে।’
এ বিষয়ে মো. রাসেল হাসান বলে, ‘আমাকে অনেকে বলছিল বই চুরি হয়ে যাবে। আসলে তা না। কে চুরি করবে? যে বই পড়ে সে কখনো চুরি করবে না। আর যে চুরি করে সে তো পড়বে না।’

ছোট চারটি খুঁটির ওপর একটি বাক্স। দুই পাশে দুটি বাঁশের বেঞ্চ। ওপরে কয়েক পাতা টিনের একটি চালা। ১৫ হাজারেরও বেশি টাকার বই আছে এখানে। অথচ নেই কোনো তালা-চাবি। যে কেউ যেকোনো সময় চাইলেই বাক্সের দরজা খুলে পছন্দের বইটি বেঞ্চে বসে পড়তে পারছেন।
নেত্রকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের নগুয়া কুশলগাঁও গ্রামের ঢুপিখালী নদী ও ঘন সবুজ বনের উপকূলে অবস্থিত এই পাঠাগারটি। মৌগাতি ইউনিয়ন পরিষদ থেকে আনুমানিক ১০০০ ফুট উত্তরের পাঠাগারটিকে ‘বইবন্ধু পাঠাগার’ নামকরণ করেছেন কবি নির্মলেন্দু গুণ।
পাঠাগারটির প্রতিষ্ঠাতা এক কিশোর। একজন কবি হিসেবেও পরিচিত। মো. রাসেল হাসান (১৬) নামের ওই কিশোর জানায়, ষষ্ঠ শ্রেণিতে থাকতে একদিন পাঠাগার প্রতিষ্ঠার আলোচনায় যোগ দেয় সে। তখন থেকেই রাসেলের মাথায় পাঠাগার প্রতিষ্ঠার চিন্তা জেঁকে বসে। কিন্তু নিজের সামর্থ্যের দিকে তাকিয়ে সাহস করতে পারেনি সে। তবে মনে মনে চিন্তা ছিল এ নিয়ে। অবশেষে দশম শ্রেণিতে এসে সে স্বপ্ন বাস্তবায়ন করে রাসেল।
রাসেলে একদিন পরিকল্পনা করে—ছোট্ট একটি বাক্স বানিয়ে একটি খুঁটিতে রাস্তায় পুঁতে রাখবে। বাক্সটি থাকবে বইয়ে ভরা। মানুষ এখান থেকে নিয়ে নিয়ে বই পড়বে। এটাই হবে আমেরিকান কান্ট্রিগুলোর ন্যায় তার পথপাঠাগার।
তবে তখন তার হাতে ছিল ৬০০-৭০০ টাকা। বাজারে গিয়ে জানতে পারেন এ টাকায় বাক্স তৈরি হবে না। এরপর অনেকের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন। ফেসবুকে পোস্ট দিলে কেউ কেউ এগিয়ে আসেন সহযোগিতায়। বানান বাক্স। অভাব এখন লোহার খুঁটি তৈরির। তবে হাতে টাকা নাই। এ কারণে ঋণ নেওয়া হয়। বাক্স ও খুঁটি বানানো হলো। দেখা গেল ওপরে টিন না দিলে হবে না। অনেক কষ্ট করে সে অর্থ জোগাড় হয়। কিছু বইও কিনে রাখে পাঠাগারে।
রাসেল কবি নির্মলেন্দু গুণের কাছে পাঠাগারটির নাম চাইলে তিনি নাম দেন ‘বইবন্ধু পাঠাগার’। সেই সঙ্গে নিজের লেখা ৪৩টি বই ও পাঁচটি চেয়ার উপহার দেন এই পাঠাগারে।
জানতে চাইলে পাঠাগারের পাঠক ঝুমা আক্তার বলেন, ‘বইবন্ধু পাঠাগার আমাদের জ্ঞানের ক্ষুধা মিটাচ্ছে।’ বিদ্যুৎ তালুকদার আরিফ বলেন, ‘পাঠাগারটি হওয়ায় আমাদের উপকার হয়েছে। ভীষণ ভালো লাগছে।’
এ বিষয়ে মো. রাসেল হাসান বলে, ‘আমাকে অনেকে বলছিল বই চুরি হয়ে যাবে। আসলে তা না। কে চুরি করবে? যে বই পড়ে সে কখনো চুরি করবে না। আর যে চুরি করে সে তো পড়বে না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫