আজ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রপ্রবাসী। নতুন জীবন, নতুন সংসার নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান।
বিয়ে করছেন শুনলাম?
হ্যাঁ, আজ রাতে আমাদের বিয়ে।
আপনার বিয়ে নিয়ে নানা ধরনের খবর বেরিয়েছে দেখলাম
গতকাল অনেকে ভুল তথ্য দিয়ে খবর প্রকাশ করছে। কেউ লিখেছে গায়েহলুদ হয়েছে। কেউ লিখেছে চুপিসারে বিয়ে করেছেন অপূর্ব। আসল খবর হচ্ছে, আমার গায়েহলুদ হয়নি। পরিকল্পনা ছিল বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করব। করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। ভাবলাম বিয়ের পরদিন মিডিয়ার সঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে জানাব। সেটাও হচ্ছে না। আগেই নিউজ হয়ে গেল।
পাত্রীর নাম-পরিচয় কী?
ওর নাম শাম্মা দেওয়ান। যুক্তরাষ্ট্রে একটা গাড়ির প্রতিষ্ঠানে ব্রাঞ্চ হেড হিসেবে আছে। যুক্তরাষ্ট্রেই থাকে, সেখানকার নাগরিক। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা। তাঁর পুরো পরিবারই এখন ওখানে থাকে। তবে পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়ায়।
শাম্মার সঙ্গে পরিচয় কীভাবে?
পারিবারিকভাবে। আমার পরিবার প্রথমে মেয়ে দেখেছে। তারা পছন্দ করে আমাকে জানিয়েছে। বিয়ের প্ল্যান-প্রোগ্রাম পরিবার থেকে করা হচ্ছে। বিয়ে গোপনে করা যায় না। কেউ গোপন রাখতে পারে না। তা ছাড়া, আমি বিয়ে করছি, অন্যায় তো কিছু করছি না।
দুজন দুই দেশে বাস করেন। সংসার সাজাবেন কীভাবে? কোথায় স্থায়ী হবেন?
চূড়ান্ত কোনো পরিকল্পনা করিনি। দুজনে যাওয়া-আসার মধ্যেই থাকব। হয়তো আমি যাব, সময় পেলে সে আসবে। এভাবেই মেইনটেইন করতে হবে। সময়ই বলে দেবে কী করব।
বললেন ভুল সংবাদ পরিবেশন হচ্ছে। এটা কেন হচ্ছে?
অনেকেই বলেন আমাকে ফোন করলে পাওয়া যায় না। ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না, এটা ঠিক। কিন্তু আমাকে পাওয়া যায় না, এটা পুরোপুরি ঠিক নয়। আপনার সঙ্গে তো ফোনেই কথা হচ্ছে। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেন অনেকে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। এসব দেখে খারাপ লাগে। আমি তো কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি। বাজে কথা বলিনি। আমার অভিনীত নাটক পছন্দ করছেন। তাহলে কেন আমার সঙ্গে এমন করছেন? খুশি হব বিষয়গুলো স্বাভাবিকভাবে নিলে।
কিন্তু তারকাদের ব্যক্তিজীবনের খবর তো ভক্তরা জানতে চান?
আমি অস্বীকার করছি না। কিন্তু অনেকেই বিয়ের খবরের চেয়ে কততম বিয়ে সেই বিষয়টি হাইলাইট করেন। আমাদেরও তো পারিবারিক জীবন আছে। এই যে বিয়ে করছি, এটা তো জীবনেরই একটা অংশ। আমার আগের দুই সংসার টেকেনি এটা সত্যি। কিন্তু মিডিয়ার বাইরেও এমন ঘটনা ঘটে। আমি মিডিয়া পারসন, আমি এ ধরনের সংবাদ দেখে অভ্যস্ত। কিন্তু আমার পরিবার বা যে পরিবারের সঙ্গে আমি জড়াচ্ছি তাঁরা তো এসবে অভ্যস্ত নয়। এসব নেতিবাচক কথা তাঁদের আহত করতে পারে। বিব্রত করতে পারে। তাই বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার অনুরোধ করছি।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
১০ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১৩ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে