
একসময় অভিনেতা আবদুন নূর সজলের পরিচিত ছিল ‘রোমান্টিক হিরো’ হিসেবে। কিন্তু গত কয়েক বছরে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন তিনি। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রইংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে ফেলেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার— সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। সজল এখনো খুঁজে চলেছেন সারাক্ষণ। যে চরিত্রগুলো তাঁকে ভাবাবে, কষ্ট করতে বাধ্য করবে।
সাহিত্যিক ইশতিয়াক আহমেদ তেমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সজলকে। লেখালেখির পাশাপাশি ইদানীং নির্মাণও করছেন ইশতিয়াক। কিছুদিন আগে বানিয়েছেন টেলিফিল্ম ‘রংমিস্ত্রি’। এতে রংমিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন সজল।
শ্যান্ডো গেঞ্জি পরে, সারা গায়ে ছিটেফোটা রং মেখে, বাঁশের তৈরি মাচায় উঠে বাস্তবের রংমিস্ত্রির মতোই সারা দিন শুটিং করেছেন সজল। ‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে সজলকে সঙ্গ দিয়েছেন সারিকা সাবরিন।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, এক চারতলা বাড়িতে রঙের কাজ করতে যায় সজল। একদিন জানালা দিয়ে দেখতে পায় সারিকাকে। প্রথম দেখাতেই ভালো লাগে। সে ভুলে যায় তাদের অবস্থানগত পার্থক্য।
দ্বিতীয় দিনেও কাজের ফাঁকে সারিকাকে দেখার চেষ্টা করে সজল। একটা সময় সারিকাও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। এভাবে কথাবার্তা বাড়ে দুজনের। সখ্য তৈরি হয়। একটা সময় মেয়েটার পরিবারের লোকজন চলে আসে। শুরু হয় জটিলতা।
‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম ও আরাবী মাহমুদ নোমান। টেলিফিল্মটি দেখা যাবে আগামীকাল বুধবার, বেলা ৩টায় চ্যানেল আইতে।

একসময় অভিনেতা আবদুন নূর সজলের পরিচিত ছিল ‘রোমান্টিক হিরো’ হিসেবে। কিন্তু গত কয়েক বছরে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন তিনি। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রইংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে ফেলেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার— সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। সজল এখনো খুঁজে চলেছেন সারাক্ষণ। যে চরিত্রগুলো তাঁকে ভাবাবে, কষ্ট করতে বাধ্য করবে।
সাহিত্যিক ইশতিয়াক আহমেদ তেমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সজলকে। লেখালেখির পাশাপাশি ইদানীং নির্মাণও করছেন ইশতিয়াক। কিছুদিন আগে বানিয়েছেন টেলিফিল্ম ‘রংমিস্ত্রি’। এতে রংমিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন সজল।
শ্যান্ডো গেঞ্জি পরে, সারা গায়ে ছিটেফোটা রং মেখে, বাঁশের তৈরি মাচায় উঠে বাস্তবের রংমিস্ত্রির মতোই সারা দিন শুটিং করেছেন সজল। ‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে সজলকে সঙ্গ দিয়েছেন সারিকা সাবরিন।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, এক চারতলা বাড়িতে রঙের কাজ করতে যায় সজল। একদিন জানালা দিয়ে দেখতে পায় সারিকাকে। প্রথম দেখাতেই ভালো লাগে। সে ভুলে যায় তাদের অবস্থানগত পার্থক্য।
দ্বিতীয় দিনেও কাজের ফাঁকে সারিকাকে দেখার চেষ্টা করে সজল। একটা সময় সারিকাও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। এভাবে কথাবার্তা বাড়ে দুজনের। সখ্য তৈরি হয়। একটা সময় মেয়েটার পরিবারের লোকজন চলে আসে। শুরু হয় জটিলতা।
‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম ও আরাবী মাহমুদ নোমান। টেলিফিল্মটি দেখা যাবে আগামীকাল বুধবার, বেলা ৩টায় চ্যানেল আইতে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে