মে দিবসের আয়োজন
বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
আরণ্যক এবারের মে দিবসের আয়োজন সাজিয়েছে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটক দিয়ে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ‘ল’ইন্টারন্যাশনাল’ গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর থাকছে মে দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক হিসেবে থাকবেন নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী ও আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।
প্রথম পর্বের আয়োজনে অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। রচনা খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
এদিকে মে দিবস উপলক্ষে বিটিভিতে দেখা যাবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন জামিউর রহমান।
বর্ণবাদ ও শ্রমিকদের ন্যায্য পাওনার প্রেক্ষাপটে রচিত জন হেনরী নাটকে একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে। গল্পে আরও দেখা যাবে জন হেনরী ও মেরি ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড়ভাঙা শ্রমিকের জীবনসংগ্রাম। অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
বাংলাভিশনে বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে মে দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হাতুড়ি ও কাস্তে’। প্রযোজক রফিকুল ইসলাম ফারুকির নির্মাণে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাকিলা মতিন মৃদুলা। অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে