বিনোদন প্রতিবেদক, ঢাকা

নাটক কিংবা সিনেমার প্রচার নিয়ে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়। এবার ঈদের একটি নাটকের প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা নিলয় আলমগীর। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতা জানান, নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে দীপ্ত নাটক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আপন পর’ নামের একটি নাটক।
ইউটিউবে নাটক প্রকাশের আগে ফেসবুকে পোস্টার, ট্রেলার রিলিজ করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচারের পর গতকাল দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রচার ছাড়াই প্রকাশ পেয়েছে নাটক ‘আপন পর’। ইউটিউবে নাটক প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতা রাখি ও অভিনেতা নিলয় জানান, নাটকটি রিলিজের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
ফেসবুকে নিলয় আলমগীর লেখেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (গতকাল)। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এই নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন।’
যেকোনো কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচার গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি উল্লেখ করে নিলয় লেখেন, ‘যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’
এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তার দিকে প্রশ্ন তুলেছেন অভিনেতা। এদিকে নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’
আপন পর নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলায় মা হারানো সোহাগ তার বাবা মারা যাওয়ার পর দাদির কাছে ছোট ভাই রেজাউলকে রেখে মালয়েশিয়া চলে যায়। এরপর আর কোনো খোঁজখবর নেয়নি ভাইয়ের। সেই থেকে নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে বড় হয় রেজাউল। হঠাৎ করে একদিন নিজের স্ত্রীকে নিয়ে সোহাগের কাছে মালয়েশিয়ায় চলে যায় রেজাউল। তার ইচ্ছা জীবনের কয়েকটা দিন বড় ভাইয়ের সঙ্গে কাটানো। সেখানে যাওয়ার পর রেজাউল ও তার স্ত্রীকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।
আপন পর নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান, শর্মী প্রমুখ।

নাটক কিংবা সিনেমার প্রচার নিয়ে নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগ নতুন কিছু নয়। এবার ঈদের একটি নাটকের প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা নিলয় আলমগীর। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতা জানান, নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে দীপ্ত নাটক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আপন পর’ নামের একটি নাটক।
ইউটিউবে নাটক প্রকাশের আগে ফেসবুকে পোস্টার, ট্রেলার রিলিজ করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচারের পর গতকাল দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রচার ছাড়াই প্রকাশ পেয়েছে নাটক ‘আপন পর’। ইউটিউবে নাটক প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতা রাখি ও অভিনেতা নিলয় জানান, নাটকটি রিলিজের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
ফেসবুকে নিলয় আলমগীর লেখেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (গতকাল)। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এই নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন।’
যেকোনো কাজ মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রচার গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি উল্লেখ করে নিলয় লেখেন, ‘যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’
এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তার দিকে প্রশ্ন তুলেছেন অভিনেতা। এদিকে নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’
আপন পর নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলায় মা হারানো সোহাগ তার বাবা মারা যাওয়ার পর দাদির কাছে ছোট ভাই রেজাউলকে রেখে মালয়েশিয়া চলে যায়। এরপর আর কোনো খোঁজখবর নেয়নি ভাইয়ের। সেই থেকে নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে বড় হয় রেজাউল। হঠাৎ করে একদিন নিজের স্ত্রীকে নিয়ে সোহাগের কাছে মালয়েশিয়ায় চলে যায় রেজাউল। তার ইচ্ছা জীবনের কয়েকটা দিন বড় ভাইয়ের সঙ্গে কাটানো। সেখানে যাওয়ার পর রেজাউল ও তার স্ত্রীকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।
আপন পর নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান, শর্মী প্রমুখ।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে