বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে আরাফাত মহসীন নিধির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার রাত ৮টায় চরকি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
১০ ঘণ্টা আগেসিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেরাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে চালু হচ্ছে নতুন এই শাখা। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিনেপ্লেক্স চালু করার মাধ্যমে দেশে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।
১৬ ঘণ্টা আগেআজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর জানিয়ে এ প্রতিবেদন। রাত ৯টায় প্রচারিত হবে ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় এটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।
১ দিন আগে