
পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।

নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।

নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে