নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ে রশ্মি রুয়াইদা করিমের প্রথম জন্মদিন উদ্যাপন করলেন তারকা দম্পতি নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। আজ মঙ্গলবার গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’ স্কুলের দিপনগর শাখার শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগাভাগি করেন এই তারকা দম্পতি।
সুইচ বিদ্যানিকেতনের শিশুরাই আয়োজন করে গান, আড্ডা, কেক কাটাসহ নানা পর্ব। তারা জন্মদিন উপলক্ষে অপি করিমের কাছে নিজেদের হাতে আঁকা একটি ছবিও উপহার দেয় রশ্মির জন্য।
সন্তানেরা যেন নিজেদের উঁচু-নিচু শ্রেণিবিন্যাস থেকে মুক্ত রেখে সব মানুষকে সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে—সেই শিক্ষা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান অপি করিম। তিনি বলেন, ‘সাধারণত আমরা জন্মদিন পালন করি বিভিন্ন পার্টি সেন্টারে। এসব বাচ্চারা সে রকম উৎসব কখনো দেখে না। এতে আমাদের সন্তানদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্যপূর্ণ মনোভাব সব সময় কাজ করে। ফলে তারা নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে পারে না। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণি বিভেদ সমাজে আছে, সেটা দূর হবে বলেই আমার বিশ্বাস।’
শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত এই তারকা দম্পতি। আর সন্তানের জন্মদিনটি এভাবে কাটানোকে উদাহরণ হিসেবে দেখছেন তাঁরা। ফাউন্ডেশন জানায়, ‘আমরা বলতে চাই, অনেকেই নানা ধরনের সহযোগিতা করেন শিশুদের। তবে এনামুল করিম নির্ঝর ও অপি করিমের এমন উদ্যোগ ও সম্পৃক্ততা আমাদের কাজকে বেগবান করেছে। আমরা চাই সমাজের আইকনেরা এভাবে আমাদের পাশে দাঁড়াক। অন্য কেউ এভাবে এগিয়ে এলে আমরা সানন্দে সব আয়োজন করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। ২০১১ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন, পথ শিশুদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচি, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান সুইচ বিদ্যানিকেতন।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ে রশ্মি রুয়াইদা করিমের প্রথম জন্মদিন উদ্যাপন করলেন তারকা দম্পতি নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। আজ মঙ্গলবার গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’ স্কুলের দিপনগর শাখার শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগাভাগি করেন এই তারকা দম্পতি।
সুইচ বিদ্যানিকেতনের শিশুরাই আয়োজন করে গান, আড্ডা, কেক কাটাসহ নানা পর্ব। তারা জন্মদিন উপলক্ষে অপি করিমের কাছে নিজেদের হাতে আঁকা একটি ছবিও উপহার দেয় রশ্মির জন্য।
সন্তানেরা যেন নিজেদের উঁচু-নিচু শ্রেণিবিন্যাস থেকে মুক্ত রেখে সব মানুষকে সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে—সেই শিক্ষা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান অপি করিম। তিনি বলেন, ‘সাধারণত আমরা জন্মদিন পালন করি বিভিন্ন পার্টি সেন্টারে। এসব বাচ্চারা সে রকম উৎসব কখনো দেখে না। এতে আমাদের সন্তানদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্যপূর্ণ মনোভাব সব সময় কাজ করে। ফলে তারা নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে পারে না। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণি বিভেদ সমাজে আছে, সেটা দূর হবে বলেই আমার বিশ্বাস।’
শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত এই তারকা দম্পতি। আর সন্তানের জন্মদিনটি এভাবে কাটানোকে উদাহরণ হিসেবে দেখছেন তাঁরা। ফাউন্ডেশন জানায়, ‘আমরা বলতে চাই, অনেকেই নানা ধরনের সহযোগিতা করেন শিশুদের। তবে এনামুল করিম নির্ঝর ও অপি করিমের এমন উদ্যোগ ও সম্পৃক্ততা আমাদের কাজকে বেগবান করেছে। আমরা চাই সমাজের আইকনেরা এভাবে আমাদের পাশে দাঁড়াক। অন্য কেউ এভাবে এগিয়ে এলে আমরা সানন্দে সব আয়োজন করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। ২০১১ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন, পথ শিশুদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচি, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান সুইচ বিদ্যানিকেতন।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে