Ajker Patrika

শুটিং দৃশ্য নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৯
শুটিং দৃশ্য নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ 

বৃহস্পতিবার সকাল থেকেই দেশের একাধিক সংবাদমাধ্যমের খবর, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় অভিনেত্রীর গায়েহলুদ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার বিয়ে সম্পন্ন হবে।

গতকাল বুধবার দিবাগত রাতে মৌসুমী হামিদের গায়েহলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গুঞ্জন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তিনি।

এদিকে ছবি ছড়ানোর পর তা বিয়ে নাকি শুটিংয়ের দৃশ্য জানার চেষ্টায় যোগাযোগ করা হয় মৌসুমী হামিদের সঙ্গে। অভিনেত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল ও বার্তা পাঠালেও কোনো উত্তর আসেনি।

হলুদ সন্ধ্যায় মৌসুমী হামিদ ও রানা।  ছবি: সংগৃহীততবে দেশের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, মৌসুমী হামিদের বর আবু সাইয়িদ রানাও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তিনি কাজ করেন ক্যামেরার পেছনে।

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত