বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন জীবন শুরু করলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট দুবাইপ্রবাসী সৈয়দ হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সৈয়দ হক পেশায় ব্যবসায়ী। সুজানা জানিয়েছেন, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাঁদের পরিচয় সাত বছরের। বিয়ের পর হানিমুনে যাননি, বরং স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন বলে জানালেন সুজানা।
২০১৫ সালে হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর মিডিয়া ছেড়ে ধর্মের প্রতি মনোযোগ দেন তিনি। ৭ বছর আগে দেশ ছেড়ে চলে যান দু্বাইয়ে। কয়েক বছর হলো দুবাইয়ের নাগরিকত্ব পেয়েছেন সুজানা। সেখানে এখন তাঁর স্থায়ী বসবাস। এবার সেখানেই শুরু করলেন জীবনের নতুন অধ্যায়।
গত ২২ আগষ্ট দুবাই কোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সুজানা-সৈয়দ। সুজানা বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।’
আনুষ্ঠানিকতা না করে কোর্টে বিয়ে করা প্রসঙ্গে সুজানা বলেন, ‘ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সব হয়েছে।’

বিয়ের পর হানিমুনেও যাননি সুজানা-সৈয়দ। হানিমুনের পরিবর্তে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন সুজানা। তিনি বলেন, ‘আমার ইচ্ছাতেই হানিমুনের পরিবর্তে ওমরাহ পালন করেছি। বিয়ের দুদিন পরেই আমরা ওমরাহ পালন করি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, জীবনের বাকিটা পথ সেভাবেই পার করতে চাই।’
প্রসঙ্গত, এটি সুজানার তৃতীয় বিয়ে। ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

নতুন জীবন শুরু করলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট দুবাইপ্রবাসী সৈয়দ হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সৈয়দ হক পেশায় ব্যবসায়ী। সুজানা জানিয়েছেন, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাঁদের পরিচয় সাত বছরের। বিয়ের পর হানিমুনে যাননি, বরং স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন বলে জানালেন সুজানা।
২০১৫ সালে হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর মিডিয়া ছেড়ে ধর্মের প্রতি মনোযোগ দেন তিনি। ৭ বছর আগে দেশ ছেড়ে চলে যান দু্বাইয়ে। কয়েক বছর হলো দুবাইয়ের নাগরিকত্ব পেয়েছেন সুজানা। সেখানে এখন তাঁর স্থায়ী বসবাস। এবার সেখানেই শুরু করলেন জীবনের নতুন অধ্যায়।
গত ২২ আগষ্ট দুবাই কোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সুজানা-সৈয়দ। সুজানা বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।’
আনুষ্ঠানিকতা না করে কোর্টে বিয়ে করা প্রসঙ্গে সুজানা বলেন, ‘ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সব হয়েছে।’

বিয়ের পর হানিমুনেও যাননি সুজানা-সৈয়দ। হানিমুনের পরিবর্তে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন সুজানা। তিনি বলেন, ‘আমার ইচ্ছাতেই হানিমুনের পরিবর্তে ওমরাহ পালন করেছি। বিয়ের দুদিন পরেই আমরা ওমরাহ পালন করি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, জীবনের বাকিটা পথ সেভাবেই পার করতে চাই।’
প্রসঙ্গত, এটি সুজানার তৃতীয় বিয়ে। ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৪ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২১ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২১ ঘণ্টা আগে