
৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের ছোট ভাই এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের মেজো ভাই।
ম হামিদ জানিয়েছেন, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ আসার পর শারীরিক জটিলতা দেখা দিলে আইসিইউতে নেওয়া হয়। ৫৪ দিন আইসিইউতে ছিলেন তিনি।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, জায়েদ খান, জিয়াউল ফারুক অপূর্ব, রওনক হাসান, তানভীন সুইটি, নাদিয়া, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতা জাহিদ হাসান খবরটি শুনেই আফসোস করতে থাকেন। তিনি বলেন, ‘আহা রে সাজ্জাদ ভাই! আহা রে আহা রে! একসঙ্গে কত দিনের পথচলা। মঞ্চে অভিনয় করেছেন। একসঙ্গে কত টিভি নাটকে অভিনয় করেছি। আপাদমস্তক সজ্জন মানুষ ছিলেন। আমাদের ভাইয়ের মতোই স্নেহ করতেন। আমরাও সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আমাদের দেখা হয়েছিল।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘২৬ আগস্ট আমাদের শেষ দেখা। একসঙ্গে পাশাপাশি বসে ডিনার করেছি। কত গল্প করলাম। খুব কষ্ট লাগছে খবরটা শুনে।’
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এই ছবির মাধ্যমেই ববিতা অভিনয় শুরু করেন। ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবন থেকে নাট্যদল নাট্যচক্রের সক্রিয় সদস্য ছিলেন মাহমুদ সাজ্জাদ। দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ অনেক নাটকে। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন।

৫৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেলেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ। গতকাল রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের ছোট ভাই এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের মেজো ভাই।
ম হামিদ জানিয়েছেন, মাহমুদ সাজ্জাদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পজিটিভ হওয়ায় গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা নেগেটিভ আসার পর শারীরিক জটিলতা দেখা দিলে আইসিইউতে নেওয়া হয়। ৫৪ দিন আইসিইউতে ছিলেন তিনি।
মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতার মৃত্যুতে শোকাহত শোবিজ অঙ্গন। ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, জায়েদ খান, জিয়াউল ফারুক অপূর্ব, রওনক হাসান, তানভীন সুইটি, নাদিয়া, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের মানুষেরা শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেতা জাহিদ হাসান খবরটি শুনেই আফসোস করতে থাকেন। তিনি বলেন, ‘আহা রে সাজ্জাদ ভাই! আহা রে আহা রে! একসঙ্গে কত দিনের পথচলা। মঞ্চে অভিনয় করেছেন। একসঙ্গে কত টিভি নাটকে অভিনয় করেছি। আপাদমস্তক সজ্জন মানুষ ছিলেন। আমাদের ভাইয়ের মতোই স্নেহ করতেন। আমরাও সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে আমাদের দেখা হয়েছিল।’
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘২৬ আগস্ট আমাদের শেষ দেখা। একসঙ্গে পাশাপাশি বসে ডিনার করেছি। কত গল্প করলাম। খুব কষ্ট লাগছে খবরটা শুনে।’
জহির রায়হান পরিচালিত ‘সংসার’ ছবিতে প্রথম অভিনয় করেন মাহমুদ সাজ্জাদ। এই ছবির মাধ্যমেই ববিতা অভিনয় শুরু করেন। ববিতার নায়ক ছিলেন মাহমুদ সাজ্জাদ। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়জীবন থেকে নাট্যদল নাট্যচক্রের সক্রিয় সদস্য ছিলেন মাহমুদ সাজ্জাদ। দলের হয়ে অভিনয় করেছেন ‘লেট দেয়ার বি লাইট’, ‘স্পার্টাকাস’, ‘জনক’সহ অনেক নাটকে। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক ‘সকাল-সন্ধ্যা’। এরপর তিনি সহস্রাধিক নাটকে অভিনয় করেছেন।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে