
অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:

অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৮ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৮ ঘণ্টা আগে