
অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:

অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১ দিন আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১ দিন আগে