Ajker Patrika

মিজান ও মানসীর সংসারে ভাঙনের সুর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নির্মাতা আদিবাসী মিজান ও অভিনেত্রী মানসী প্রকৃতি। ছবি: সংগৃহীত
নির্মাতা আদিবাসী মিজান ও অভিনেত্রী মানসী প্রকৃতি। ছবি: সংগৃহীত

নাটকের সূত্রে কাছাকাছি আসেন নির্মাতা আদিবাসী মিজান ও অভিনেত্রী মানসী প্রকৃতি। পরে সেই সম্পর্ক প্রেম থেকে গড়িয়েছে বিয়ে পর্যন্ত। বিয়ের খবর গোপন রেখে সংসার করছিলেন তাঁরা। গত মার্চে মাঝরাতে লাইভে এসে আদিবাসী মিজানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন মানসী। সে সময় প্রকাশ্যে আসে তাঁদের সংসারের খবর। সেই লাইভে ৯৯৯-এ ফোন করে বাসায় পুলিশ ডাকেন অভিনেত্রী। ওই সময় জল বেশি গড়ায়নি। অল্পতেই ঠিকঠাক দুজনের সম্পর্ক। এর কয়েক দিন পর মা হওয়ার খবর জানান মানসী।

গত বুধবার রাতে আবার ফেসবুক লাইভে এসে আদিবাসী মিজানের নামে মাদক গ্রহণসহ নানা অভিযোগ জানালেন মানসী। চুপ থাকেননি মিজানও। সোশ্যাল মিডিয়ায় আত্মপক্ষ সমর্থন করে পোস্ট দিয়ে মানসিকে অনুরোধ করেছেন তাঁকে ছেড়ে দিতে।

ফেসবুকে দীর্ঘ এক পোস্টে আদিবাসী মিজান বলেন, প্রথম সন্তানের মৃত্যু ও প্রথম বিয়ে ভেঙে যাওয়ার কারণে একসময়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। সে সময় প্রচুর মদ্যপান করতেন। মানসীকে বিয়ের পর সেই অভ্যাস ত্যাগ করার চেষ্টা করছেন তিনি। সবকিছু জেনে বিয়ে করলেও এখন কোনো কিছু হলেই লাইভে গিয়ে মিজানের নামে বদনাম ছড়াচ্ছেন মানসী। এতে পরিবারের সদস্যদের কাছে সম্মানহানি হচ্ছে বলে জানান আদিবাসী মিজান। মানসীর এমন ব্যবহার মানতে পারছেন না এই নির্মাতা।

আদিবাসী মিজান আরও বলেন, দুঃসময় কাটিয়ে তিনি যখন নতুন করে কাজ শুরু করেন, তখন পরিচয় হয় মানসীর সঙ্গে। মানসী তাঁকে নিয়ে নাটক নির্মাণের অনুরোধ করেন। একপর্যায়ে ঘনিষ্ঠ হন দুজন। এক বছর লিভ টুগেদারে ছিলেন। মানুষ হিসেবে ভালো জেনে মানসীকে বিয়ে করেছেন বলে জানান তিনি। সর্বশেষ মানসীকে পরামর্শ দেন, আর কোনো ব্ল্যাকমেইল না করে যেন ডিভোর্স দেন। এ ছাড়াও মানসী তার প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে অভিযোগ তুলেছেন মিজান।

আদিবাসী মিজানের এমন পোস্টের পর পাল্টা পোস্ট দিয়ে মানসী জানিয়েছেন, নিজের দোষ ঢাকতে ফেসবুকে এমন কথা লিখেছেন তাঁর স্বামী। ডিভোর্সের অনুরোধ প্রসঙ্গে মানসী লেখেন, ‘আপনি (আদিবাসী মিজান) আমার কাছে মুক্তি চাইছেন, টেনশন নিয়েন না, পেয়ে যাবেন। আপনার যদি মদ, জুয়া, টাকা, বারের নারীদের মধ্যে ডিপ্রেশন/সুখী হওয়ার ওষুধ থাকে; তাইলে আর সংসার দিয়ে কী হবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

এলাকার খবর
Loading...