
ভারতের মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়েব সিরিজ মির্জাপুর খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান। গতকাল শনিবার ৫৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মির্জাপুর, ফ্যান্টম, রইস ও টোটা ওয়েডস ময়নাসহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অভিনেতাকে তখন মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, সে সময় কাকতালীয়ভাবে হাসপাতালে উপস্থিত ছিলেন টেলিভিশন অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, শাহনওয়াজকে স্ট্রেচারে করে হাসপাতালের একটি কক্ষে নিয়ে যেতে দেখেন তিনি। চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও শাহনওয়াজের পালস খুঁজে পাচ্ছিলেন না। তাঁর হৃদ্যন্ত্রে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তখন। জানা যায়, মাস দুয়েক আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল।
মির্জাপুরে শাহনওয়াজের সঙ্গে কাজ করা অভিনেতা রাজেশ তাইলাং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শাহনওয়াজ ভাই, আপনার প্রতি শেষ শ্রদ্ধা!!! আপনি ছিলেন একজন অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব ও একজন দুর্দান্ত অভিনেতা। মির্জাপুরে সময় আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এ খবর বিশ্বাস করতে পারছি না।’
টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মির্জাপুর ছাড়াও অসংখ্য ওয়েব সিরিজ ও সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

ভারতের মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়েব সিরিজ মির্জাপুর খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান। গতকাল শনিবার ৫৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মির্জাপুর, ফ্যান্টম, রইস ও টোটা ওয়েডস ময়নাসহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অভিনেতাকে তখন মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, সে সময় কাকতালীয়ভাবে হাসপাতালে উপস্থিত ছিলেন টেলিভিশন অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, শাহনওয়াজকে স্ট্রেচারে করে হাসপাতালের একটি কক্ষে নিয়ে যেতে দেখেন তিনি। চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও শাহনওয়াজের পালস খুঁজে পাচ্ছিলেন না। তাঁর হৃদ্যন্ত্রে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না তখন। জানা যায়, মাস দুয়েক আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল।
মির্জাপুরে শাহনওয়াজের সঙ্গে কাজ করা অভিনেতা রাজেশ তাইলাং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শাহনওয়াজ ভাই, আপনার প্রতি শেষ শ্রদ্ধা!!! আপনি ছিলেন একজন অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব ও একজন দুর্দান্ত অভিনেতা। মির্জাপুরে সময় আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এ খবর বিশ্বাস করতে পারছি না।’
টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মির্জাপুর ছাড়াও অসংখ্য ওয়েব সিরিজ ও সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে