
বাহারদের জীবনে এলো বসন্তের ছোঁয়া। সকল দুঃখ-দুর্দশা পেরিয়ে এগিয়ে যাওয়া বাহারদের মুখে এখন বিজয়ের হাসি। পাওয়া, না পাওয়া আর সব শূন্যতাকে ভুলে আবার নতুন করে নিজের জীবনকে রাঙ্গিয়ে তুলেছে বাহার। জীবনের পরাজয়গুলোকে পেছনে ফেলে হার না মানা বাহার আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে আরিফের সাথে। এতকিছুর পর বাহারকে অবশেষে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছে এই নি:স্বার্থ প্রেমিক। এদিকে জেইদার জীবনেও খুশির জোয়ার। সারাজীবন অবহেলায়, অনাদরে আর অসম্মানে বেঁচে থাকা জেইদার জীবনও পরিপূর্ণ হয়ে উঠেছে রাইফের ভালোবাসার ছোঁয়ায়।
একদিকে রাইফের ভালোবাসা আর সম্মান, অন্যদিকে রাজপুত্রের মতো দুই সন্তানকে পেয়ে, জীবনের সকল কষ্ট ভুলে গেছে জেইদা। জেইদার আনন্দ আরও পরিপূর্ণ হয়ে ওঠে আর্দার মুখে আম্মু ডাক শুনে।
সবাই যেখানে সুখের ভেলায় ভাসছে সেখানে শিরিনের পরিণতি হয় মর্মান্তিক। মানসিক হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে শিরিন। কিন্তু বাহারের প্রতি ওর ক্ষোভ যেন কখনও শেষ হবার নয়। নিজের এই পরিণতির জন্য এখনও দায়ী করছে বাহারকে। অন্যদিকে নিজ পরিবারকে হারিয়ে বাহারদের মাঝেই পরিবারের পূর্ণতা খুঁজে নেয় এনভার। অবশেষে আন্দনঘন এক পরিবেশে, আরিফ-বাহার এবং জেইদা- রাইফ, এই দুই জুটির বিয়ের মধ্য দিয়েই শেষ হতে চলেছে দীপ্ত টিভির বহুল আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক বাহার। রবিবার (১৩ মার্চ) প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক বাহার এর শেষ পর্ব।
চরিত্র ও কন্ঠাভিনেতা হিসেবে রয়েছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর)।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। বাহার ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।

বাহারদের জীবনে এলো বসন্তের ছোঁয়া। সকল দুঃখ-দুর্দশা পেরিয়ে এগিয়ে যাওয়া বাহারদের মুখে এখন বিজয়ের হাসি। পাওয়া, না পাওয়া আর সব শূন্যতাকে ভুলে আবার নতুন করে নিজের জীবনকে রাঙ্গিয়ে তুলেছে বাহার। জীবনের পরাজয়গুলোকে পেছনে ফেলে হার না মানা বাহার আবারও নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে আরিফের সাথে। এতকিছুর পর বাহারকে অবশেষে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছে এই নি:স্বার্থ প্রেমিক। এদিকে জেইদার জীবনেও খুশির জোয়ার। সারাজীবন অবহেলায়, অনাদরে আর অসম্মানে বেঁচে থাকা জেইদার জীবনও পরিপূর্ণ হয়ে উঠেছে রাইফের ভালোবাসার ছোঁয়ায়।
একদিকে রাইফের ভালোবাসা আর সম্মান, অন্যদিকে রাজপুত্রের মতো দুই সন্তানকে পেয়ে, জীবনের সকল কষ্ট ভুলে গেছে জেইদা। জেইদার আনন্দ আরও পরিপূর্ণ হয়ে ওঠে আর্দার মুখে আম্মু ডাক শুনে।
সবাই যেখানে সুখের ভেলায় ভাসছে সেখানে শিরিনের পরিণতি হয় মর্মান্তিক। মানসিক হাসপাতালে মানবেতর জীবনযাপন করছে শিরিন। কিন্তু বাহারের প্রতি ওর ক্ষোভ যেন কখনও শেষ হবার নয়। নিজের এই পরিণতির জন্য এখনও দায়ী করছে বাহারকে। অন্যদিকে নিজ পরিবারকে হারিয়ে বাহারদের মাঝেই পরিবারের পূর্ণতা খুঁজে নেয় এনভার। অবশেষে আন্দনঘন এক পরিবেশে, আরিফ-বাহার এবং জেইদা- রাইফ, এই দুই জুটির বিয়ের মধ্য দিয়েই শেষ হতে চলেছে দীপ্ত টিভির বহুল আলোচিত এবং জনপ্রিয় ধারাবাহিক বাহার। রবিবার (১৩ মার্চ) প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক বাহার এর শেষ পর্ব।
চরিত্র ও কন্ঠাভিনেতা হিসেবে রয়েছেন বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর)।
ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। বাহার ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর শফিকুল ইসলাম এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২০ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২০ ঘণ্টা আগে