বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। শুটিং হয়েছে কক্সবাজারে।
এ প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নাটকীয় ঘটনা।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে খুব ভালো লেগেছে। সোহেল ভাইসহ পুরো টিম আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, আমাদের জুটিটা দর্শকের পছন্দ হবে।’
সমুদ্রনীলা দিয়ে প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। পরিচলনায় নামার ইচ্ছাটা আগে থেকেই ছিল, এই নাটকের গল্পটি শুনে খুব ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়েই পরিচালনা শুরু হোক। নির্মাণে প্রথম হলেও, আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি।’
নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।
ভালোবাসা দিবসকে উপলক্ষ করে আজ দুপুরে বারফি নামের ইউটিব চ্যানেলে মুক্তি পেল নাটক ‘সমুদ্রনীলা’। নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। শুটিং হয়েছে কক্সবাজারে।
এ প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্বপরিচিত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নাটকীয় ঘটনা।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে খুব ভালো লেগেছে। সোহেল ভাইসহ পুরো টিম আমাকে বেশ সহযোগিতা করেছে। আশা করছি, আমাদের জুটিটা দর্শকের পছন্দ হবে।’
সমুদ্রনীলা দিয়ে প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। পরিচলনায় নামার ইচ্ছাটা আগে থেকেই ছিল, এই নাটকের গল্পটি শুনে খুব ভালো লেগে যায়। তাই সিদ্ধান্ত নিলাম এটা দিয়েই পরিচালনা শুরু হোক। নির্মাণে প্রথম হলেও, আশা করি দর্শক কোনো ত্রুটি খুঁজে পাবেন না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি।’
নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ।
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান গতকাল রোববার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে সায়রা বানু ভক্তদের অনুরোধ জানিয়েছেন, তাঁকে যেন ‘প্রাক্তন স্ত্রী’ বলা না হয়!
৩ ঘণ্টা আগেদেশে কমছে কনসার্ট, বিপরীতে বিদেশে বাড়ছে দেশের শিল্পীদের কনসার্টের সংখ্যা। রোজার মাস উপলক্ষে মার্চে দেশে নেই কোনো কনসার্টের আয়োজন। রোজার আগেও কনসার্টপ্রেমীদের জন্য সময়টা ভালো যায়নি। সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে একাধিক কনসার্ট। এ নিয়ে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও...
৫ ঘণ্টা আগেম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা যায় বিদেশি নাগরিকদের। তাঁদের মুখে শোনা যায় বাংলা ভাষার সংলাপ। বাংলাদেশের গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করেন তাঁরা। তুলে ধরেন আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসংগতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। দীর্ঘ দুই যুগ ধরে প্রতি..
৫ ঘণ্টা আগে‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। হৃতিক রোশনের ভক্তরা তাকিয়ে আছেন, কবে আসবে কৃষের নতুন সিনেমা! নির্মাতা রাকেশ রোশনও অনেক দিন ধরে চাইছেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু ‘কৃষ ফোর’ দেখার জন্য দর্শকদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে...
৫ ঘণ্টা আগে