
আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কোনও প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছেন। ‘আমরা সবাই এক এগিয়ে যাবে টেলিপ্যাব’ স্লোগান নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী ১ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং টেলিপ্যাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবকেও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চাই। প্রযোজকের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’
প্রযোজকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রি বয়সে অনেক বড় হয়েছে, কিন্তু কাজে তত বড় হতে পারেনি। আমাদের এখন কাজে বড় হওয়ার সময়। একজন প্রযোজকের অর্থের নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই।’
সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘আমরা যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার আগে কেউ দেয়নি। এত বছর যে কাজ হয়নি, তা আমরা করতে চাই। এরই মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ২০টি সমস্যার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা কাজের পরিবেশ আরও বড় করব।’
এবারের নির্বাচনে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে সদস্য পদে নির্বাচন করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান ও রোকেয়া প্রাচী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজু মুনতাসির ও সাজ্জাদ হোসেন দোদুল।

আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কোনও প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছেন। ‘আমরা সবাই এক এগিয়ে যাবে টেলিপ্যাব’ স্লোগান নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী ১ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং টেলিপ্যাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবকেও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চাই। প্রযোজকের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’
প্রযোজকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রি বয়সে অনেক বড় হয়েছে, কিন্তু কাজে তত বড় হতে পারেনি। আমাদের এখন কাজে বড় হওয়ার সময়। একজন প্রযোজকের অর্থের নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই।’
সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘আমরা যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার আগে কেউ দেয়নি। এত বছর যে কাজ হয়নি, তা আমরা করতে চাই। এরই মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ২০টি সমস্যার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা কাজের পরিবেশ আরও বড় করব।’
এবারের নির্বাচনে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে সদস্য পদে নির্বাচন করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান ও রোকেয়া প্রাচী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজু মুনতাসির ও সাজ্জাদ হোসেন দোদুল।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে