
আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কোনও প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছেন। ‘আমরা সবাই এক এগিয়ে যাবে টেলিপ্যাব’ স্লোগান নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী ১ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং টেলিপ্যাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবকেও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চাই। প্রযোজকের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’
প্রযোজকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রি বয়সে অনেক বড় হয়েছে, কিন্তু কাজে তত বড় হতে পারেনি। আমাদের এখন কাজে বড় হওয়ার সময়। একজন প্রযোজকের অর্থের নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই।’
সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘আমরা যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার আগে কেউ দেয়নি। এত বছর যে কাজ হয়নি, তা আমরা করতে চাই। এরই মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ২০টি সমস্যার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা কাজের পরিবেশ আরও বড় করব।’
এবারের নির্বাচনে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে সদস্য পদে নির্বাচন করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান ও রোকেয়া প্রাচী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজু মুনতাসির ও সাজ্জাদ হোসেন দোদুল।

আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কোনও প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছেন। ‘আমরা সবাই এক এগিয়ে যাবে টেলিপ্যাব’ স্লোগান নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী ১ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং টেলিপ্যাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবকেও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চাই। প্রযোজকের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’
প্রযোজকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, ‘প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রি বয়সে অনেক বড় হয়েছে, কিন্তু কাজে তত বড় হতে পারেনি। আমাদের এখন কাজে বড় হওয়ার সময়। একজন প্রযোজকের অর্থের নিরাপত্তা এবং সুন্দর ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা কাজ করতে চাই।’
সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘আমরা যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার আগে কেউ দেয়নি। এত বছর যে কাজ হয়নি, তা আমরা করতে চাই। এরই মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ২০টি সমস্যার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা কাজের পরিবেশ আরও বড় করব।’
এবারের নির্বাচনে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে সদস্য পদে নির্বাচন করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান ও রোকেয়া প্রাচী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজু মুনতাসির ও সাজ্জাদ হোসেন দোদুল।

এ বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দেন তাহসান। এক বছর পার না হতেই তাহসান-রোজার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। আজকের পত্রিকাকে তাহসান নিজেই জানালেন, গত বছরের জুলাই মাস থেকে আলাদা থাকছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
১৭ ঘণ্টা আগে
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৭ ঘণ্টা আগে
এক টেকে পুরো গানের শুটিং করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোমান্টিক গানটি দিয়ে শেষ হয়েছে সিনেমার শুটিং। গানটিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
১৭ ঘণ্টা আগে