বিনোদন প্রতিবেদক, ঢাকা

শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’

শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৫ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৫ ঘণ্টা আগে