
আরও একটি রিয়েলিটি শো নিয়ে আসছেন মীর। এ মাস থেকেই কালারস টিভিতে প্রচার শুরু হবে অনুষ্ঠানটির। নাম ‘সংগীতের মহাযুদ্ধ’। তবে এ শোটি কমেডি নয়, গান নিয়েই আয়োজন। মীরের জন্য এ অভিজ্ঞতা খানিকটা নতুন। এতদিন নিজের উপস্থাপনায় রেডিওতে গান শুনিয়ে এসেছেন তিনি। এবার শোনাবেন টিভিতে।
পুরো নাম মীর আফসার আলী হলেও মীর নামেই পরিচিত তিনি। গান আর অভিনয় করলেও উপস্থাপক হিসেবেই বেশি জনপ্রিয়। এ বছর উপস্থাপনায় মীরের ২৭ বছর হলো। ২০০৬ সাল থেকে শুরু হওয়া জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’ উপস্থাপন করে কলকাতার মীর বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।
‘সংগীতের মহাযুদ্ধ’ শোর পরিচালকের আসনে বসেছেন নির্মাতা রাজ চক্রবর্তী। অনেক দিন পর টিভিতে কোনো শো করছেন রাজ। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এটাকে ওই অর্থে রিয়েলিটি শো হিসেবে দেখবেন না। এখানে বড় আকর্ষণ সঞ্চালক মীর। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁরা প্রত্যেকেই কোনো না কোনো শোতে নাম করেছিলেন। কিন্তু তাঁদের কথা এখন আর শোনা যায় না। এখন তাঁরা কী করছেন, কেউ জানি না। আমরা তাঁদের আবার নিয়ে আসছি। হতেই পারে, এঁদের মধ্য থেকে অনেক প্লেব্যাক সিঙ্গারের জন্ম হবে বাংলায়।’
‘সংগীতের মহাযুদ্ধ’-এর প্রতিটি পর্বে একটা গল্প থাকবে, ইমোশন থাকবে, জানালেন পরিচালক রাজ। গানের রিয়েলিটি শোতে উপস্থাপক হিসেবে যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায় ভীষণ সফল। মীরকে কীভাবে নেবে দর্শক? রাজ বলেন, ‘যিশু ও আবিরকে দেখে দর্শক অভ্যস্ত। হয়তো একটা একঘেয়েমিও আছে। আর এ ক্ষেত্রে মীর গানের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে একেবারে নতুন মুখ। নতুন কিছু পাবে দর্শক।’ ‘সংগীতের মহাযুদ্ধ’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ১৬ জন প্রতিযোগী। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন তীর্থ, দীপমালা, রাহুল, সৌম্য, প্রীতম রায়, সুমন মজুমদার, শালিনী মুখোপাধ্যায়, আফরিন রানা, রাহুল দত্ত, রাজদীপ, সায়ম পালের মতো শিল্পীরা।
বিচারকের আসনেও থাকছে চমক। সংগীতপ্রেমীদের অন্যতম পছন্দের দুই ব্যক্তিত্ব ওস্তাদ রশিদ খান এবং জিৎ গঙ্গোপাধ্যায়। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম ব্যক্তিত্ব পদ্মশ্রী পাওয়া উস্তাদ রশিদ খান। অন্যদিকে, বলিউড ও কলকাতার জনপ্রিয় সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। ‘সুপার সিঙ্গার’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’-এর মতো গানের অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

আরও একটি রিয়েলিটি শো নিয়ে আসছেন মীর। এ মাস থেকেই কালারস টিভিতে প্রচার শুরু হবে অনুষ্ঠানটির। নাম ‘সংগীতের মহাযুদ্ধ’। তবে এ শোটি কমেডি নয়, গান নিয়েই আয়োজন। মীরের জন্য এ অভিজ্ঞতা খানিকটা নতুন। এতদিন নিজের উপস্থাপনায় রেডিওতে গান শুনিয়ে এসেছেন তিনি। এবার শোনাবেন টিভিতে।
পুরো নাম মীর আফসার আলী হলেও মীর নামেই পরিচিত তিনি। গান আর অভিনয় করলেও উপস্থাপক হিসেবেই বেশি জনপ্রিয়। এ বছর উপস্থাপনায় মীরের ২৭ বছর হলো। ২০০৬ সাল থেকে শুরু হওয়া জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’ উপস্থাপন করে কলকাতার মীর বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।
‘সংগীতের মহাযুদ্ধ’ শোর পরিচালকের আসনে বসেছেন নির্মাতা রাজ চক্রবর্তী। অনেক দিন পর টিভিতে কোনো শো করছেন রাজ। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এটাকে ওই অর্থে রিয়েলিটি শো হিসেবে দেখবেন না। এখানে বড় আকর্ষণ সঞ্চালক মীর। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁরা প্রত্যেকেই কোনো না কোনো শোতে নাম করেছিলেন। কিন্তু তাঁদের কথা এখন আর শোনা যায় না। এখন তাঁরা কী করছেন, কেউ জানি না। আমরা তাঁদের আবার নিয়ে আসছি। হতেই পারে, এঁদের মধ্য থেকে অনেক প্লেব্যাক সিঙ্গারের জন্ম হবে বাংলায়।’
‘সংগীতের মহাযুদ্ধ’-এর প্রতিটি পর্বে একটা গল্প থাকবে, ইমোশন থাকবে, জানালেন পরিচালক রাজ। গানের রিয়েলিটি শোতে উপস্থাপক হিসেবে যিশু সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায় ভীষণ সফল। মীরকে কীভাবে নেবে দর্শক? রাজ বলেন, ‘যিশু ও আবিরকে দেখে দর্শক অভ্যস্ত। হয়তো একটা একঘেয়েমিও আছে। আর এ ক্ষেত্রে মীর গানের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে একেবারে নতুন মুখ। নতুন কিছু পাবে দর্শক।’ ‘সংগীতের মহাযুদ্ধ’ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ১৬ জন প্রতিযোগী। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন তীর্থ, দীপমালা, রাহুল, সৌম্য, প্রীতম রায়, সুমন মজুমদার, শালিনী মুখোপাধ্যায়, আফরিন রানা, রাহুল দত্ত, রাজদীপ, সায়ম পালের মতো শিল্পীরা।
বিচারকের আসনেও থাকছে চমক। সংগীতপ্রেমীদের অন্যতম পছন্দের দুই ব্যক্তিত্ব ওস্তাদ রশিদ খান এবং জিৎ গঙ্গোপাধ্যায়। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম ব্যক্তিত্ব পদ্মশ্রী পাওয়া উস্তাদ রশিদ খান। অন্যদিকে, বলিউড ও কলকাতার জনপ্রিয় সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। ‘সুপার সিঙ্গার’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’-এর মতো গানের অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
৩ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
৩ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
৪ ঘণ্টা আগে
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত হলেন এ সিনেমার নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
৪ ঘণ্টা আগে