বিনোদন ডেস্ক
দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তাঁর অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।
গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরও বাড়বে।
টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা।
দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তাঁর অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।
গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরও বাড়বে।
টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা।
৭ জুন ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। বরাবরের মতো সিঙ্গেল স্ক্রিনে আধিপত্য দেখিয়েছেন শাকিব খান। অন্য সিনেমাগুলোর ভরসা ছিল সিনেপ্লেক্স। ৬টি সিনেমাই প্রদর্শিত হচ্ছিল স্টার সিনেপ্লেক্সে।
১৯ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ১১ জুন ফিরেছেন বিটিএস তারকা জাংকুক ও জিমিন। এর এক দিন আগেই মিলিটারি সার্ভিস থেকে ফেরেন বিটিএসের আরও দুই সদস্য আরএম এবং ভি।
২ ঘণ্টা আগে২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য অনুদান হিসাবে ৬৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক।
২ ঘণ্টা আগে