বিনোদন ডেস্ক
গুঞ্জন আগে থেকেই ছিল। তাতে নিশ্চয়তার সিলমোহর পড়ল এত দিনে। ২০ জুন মুক্তি পাবে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। প্রতিদিন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে গল্পে গল্পে পুরোনো সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির। নিশ্চিত করলেন, রজনীকান্তের ‘কুলি’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে দেখা দেবেন আমির।
সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরের। গল্প, চিত্রনাট্য, সংগীত—খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন। কিন্তু কুলিতে তিনি সেসব কিছু করেননি। পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে। আমির শুধু সেটে গিয়ে নির্মাতার নির্দেশমতো শট দিয়েছেন। এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে গল্পও শুনতে চাননি। কারণ, এতে রজনীকান্ত রয়েছেন।
আমির বলেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। তাঁকে পাগলের মতো ভালোবাসি। যখন লোকেশ আমাকে কুলিতে অভিনয়ের প্রস্তাব দেয়, জানায় যে এতে রজনীকান্ত অভিনয় করছেন; আমি আর কিছু শুনতে চাইনি। তখনই বলে দিয়েছি, গল্প যা-ই হোক, যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব। কুলিতে আমি গুরুত্বপূর্ণ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমার শেষের দিকে আমার অংশটি আসবে।’
তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত-আমির ছাড়াও রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। পরিচালনায় ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত কুলি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।
আমির জানিয়েছেন, লোকেশ কানাগরাজের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন তিনি। তাতে অতিথি চরিত্র নয়, নায়ক হিসেবে পাওয়া যাবে আমিরকে। কুলির পর ‘কয়েদি’ নামে আরেকটি সিনেমা বানাচ্ছেন লোকেশ। এর কাজ শেষ হওয়ার পর আগামী বছরের শেষার্ধে শুরু হবে আমির-লোকেশের সেই সিনেমার শুটিং।
গুঞ্জন আগে থেকেই ছিল। তাতে নিশ্চয়তার সিলমোহর পড়ল এত দিনে। ২০ জুন মুক্তি পাবে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। প্রতিদিন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে গল্পে গল্পে পুরোনো সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির। নিশ্চিত করলেন, রজনীকান্তের ‘কুলি’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে দেখা দেবেন আমির।
সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরের। গল্প, চিত্রনাট্য, সংগীত—খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন। কিন্তু কুলিতে তিনি সেসব কিছু করেননি। পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে। আমির শুধু সেটে গিয়ে নির্মাতার নির্দেশমতো শট দিয়েছেন। এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে গল্পও শুনতে চাননি। কারণ, এতে রজনীকান্ত রয়েছেন।
আমির বলেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। তাঁকে পাগলের মতো ভালোবাসি। যখন লোকেশ আমাকে কুলিতে অভিনয়ের প্রস্তাব দেয়, জানায় যে এতে রজনীকান্ত অভিনয় করছেন; আমি আর কিছু শুনতে চাইনি। তখনই বলে দিয়েছি, গল্প যা-ই হোক, যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব। কুলিতে আমি গুরুত্বপূর্ণ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমার শেষের দিকে আমার অংশটি আসবে।’
তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত-আমির ছাড়াও রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। পরিচালনায় ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত কুলি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।
আমির জানিয়েছেন, লোকেশ কানাগরাজের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন তিনি। তাতে অতিথি চরিত্র নয়, নায়ক হিসেবে পাওয়া যাবে আমিরকে। কুলির পর ‘কয়েদি’ নামে আরেকটি সিনেমা বানাচ্ছেন লোকেশ। এর কাজ শেষ হওয়ার পর আগামী বছরের শেষার্ধে শুরু হবে আমির-লোকেশের সেই সিনেমার শুটিং।
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। বিনোদনের এই মাধ্যমেও অনেক দর্শক অপেক্ষায় থাকেন নতুন সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার আরও আগে ঘর
২ ঘণ্টা আগেমা-বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন। চলচ্চিত্রে এসে হয়ে যান দিলদার। বদলে যাওয়া এই নামেই ঠাঁই করে নেন দর্শকের হৃদয়ে। চার দশকের কম সময়ে দিলদার দেখা দিয়েছেন ৫০০-র বেশি সিনেমায়। তিনি দেখিয়ে দিয়েছেন, কীভাবে রাজত্ব করতে হয়। কীভাবে কমেডিয়ানের গণ্ডি ডিঙিয়ে হয়ে উঠতে হয় একচ্ছত্র নায়ক। তাঁর মৃত্যুর পর বাংলা
২ ঘণ্টা আগেস্কুলের শ্রেণিকক্ষে এখন থেকে আর কোনো ব্যাকবেঞ্চার থাকবে না। সব শিক্ষার্থী বসবে ফার্স্ট বেঞ্চে। কীভাবে? সে উপায় দেখিয়ে দিয়েছেন পরিচালক তাঁর স্থানার্থী শ্রীকুট্টনে। সিনেমাটি দেখে সে মডেল অনুসরণ করা হচ্ছে কেরালার বিভিন্ন স্কুলে।
১৩ ঘণ্টা আগেদুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। ওই বছরই শেষ হয় অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং। কথা ছিল ২০২৪ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে সেটি আর হয়নি।
১ দিন আগে