বিনোদন ডেস্ক

গুঞ্জন আগে থেকেই ছিল। তাতে নিশ্চয়তার সিলমোহর পড়ল এত দিনে। ২০ জুন মুক্তি পাবে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। প্রতিদিন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে গল্পে গল্পে পুরোনো সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির। নিশ্চিত করলেন, রজনীকান্তের ‘কুলি’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে দেখা দেবেন আমির।
সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরের। গল্প, চিত্রনাট্য, সংগীত—খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন। কিন্তু কুলিতে তিনি সেসব কিছু করেননি। পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে। আমির শুধু সেটে গিয়ে নির্মাতার নির্দেশমতো শট দিয়েছেন। এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে গল্পও শুনতে চাননি। কারণ, এতে রজনীকান্ত রয়েছেন।
আমির বলেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। তাঁকে পাগলের মতো ভালোবাসি। যখন লোকেশ আমাকে কুলিতে অভিনয়ের প্রস্তাব দেয়, জানায় যে এতে রজনীকান্ত অভিনয় করছেন; আমি আর কিছু শুনতে চাইনি। তখনই বলে দিয়েছি, গল্প যা-ই হোক, যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব। কুলিতে আমি গুরুত্বপূর্ণ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমার শেষের দিকে আমার অংশটি আসবে।’
তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত-আমির ছাড়াও রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। পরিচালনায় ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত কুলি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।
আমির জানিয়েছেন, লোকেশ কানাগরাজের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন তিনি। তাতে অতিথি চরিত্র নয়, নায়ক হিসেবে পাওয়া যাবে আমিরকে। কুলির পর ‘কয়েদি’ নামে আরেকটি সিনেমা বানাচ্ছেন লোকেশ। এর কাজ শেষ হওয়ার পর আগামী বছরের শেষার্ধে শুরু হবে আমির-লোকেশের সেই সিনেমার শুটিং।

গুঞ্জন আগে থেকেই ছিল। তাতে নিশ্চয়তার সিলমোহর পড়ল এত দিনে। ২০ জুন মুক্তি পাবে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটছে অভিনেতার। প্রতিদিন সাক্ষাৎকার দিচ্ছেন সংবাদমাধ্যমে। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে গল্পে গল্পে পুরোনো সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন আমির। নিশ্চিত করলেন, রজনীকান্তের ‘কুলি’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শেষের দিকে অতিথি চরিত্র হয়ে দেখা দেবেন আমির।
সাধারণত কোনো সিনেমায় কাজের আগে দীর্ঘদিনের প্রস্তুতি থাকে আমিরের। গল্প, চিত্রনাট্য, সংগীত—খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামাতে থাকেন। কিন্তু কুলিতে তিনি সেসব কিছু করেননি। পুরোটা ছেড়ে দিয়েছেন পরিচালক লোকেশ কানাগরাজের হাতে। আমির শুধু সেটে গিয়ে নির্মাতার নির্দেশমতো শট দিয়েছেন। এমনকি কুলিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে গল্পও শুনতে চাননি। কারণ, এতে রজনীকান্ত রয়েছেন।
আমির বলেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। তাঁকে পাগলের মতো ভালোবাসি। যখন লোকেশ আমাকে কুলিতে অভিনয়ের প্রস্তাব দেয়, জানায় যে এতে রজনীকান্ত অভিনয় করছেন; আমি আর কিছু শুনতে চাইনি। তখনই বলে দিয়েছি, গল্প যা-ই হোক, যদি রজনী স্যার অভিনয় করেন, আমি সিনেমাটি করব। কুলিতে আমি গুরুত্বপূর্ণ একটি অতিথি চরিত্রে অভিনয় করেছি। সিনেমার শেষের দিকে আমার অংশটি আসবে।’
তামিল ভাষার এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত-আমির ছাড়াও রয়েছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। পরিচালনায় ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ ও ‘লিও’-এর মতো জনপ্রিয় সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত কুলি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।
আমির জানিয়েছেন, লোকেশ কানাগরাজের সঙ্গে আরেকটি সিনেমা করতে যাচ্ছেন তিনি। তাতে অতিথি চরিত্র নয়, নায়ক হিসেবে পাওয়া যাবে আমিরকে। কুলির পর ‘কয়েদি’ নামে আরেকটি সিনেমা বানাচ্ছেন লোকেশ। এর কাজ শেষ হওয়ার পর আগামী বছরের শেষার্ধে শুরু হবে আমির-লোকেশের সেই সিনেমার শুটিং।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৪ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৪ ঘণ্টা আগে