
সম্প্রতি মুক্তি পাওয়া ভারতের আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে উত্তাপ ছড়িয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পর এই সিনেমাটি নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে। আপত্তি জানিয়েছিল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ তাঁর। তবে শুধু সিপিআইএম নয়, সিনেমাটির মুক্তির পর থেকেই নিষেধাজ্ঞা চেয়ে সরব কংগ্রেসও। তবে এত বিতর্কের মধ্যও সিনেমাটির সমর্থন দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে আগামীকাল রোববার তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে বিজেপির নেতৃত্বে আয়োজিত হিন্দু একতা জনসভায় অংশ নেবেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার কলাকুশলীরা।
রাজ্য বিজেপি প্রধান সঞ্জয় কুমার গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি হিন্দু একতা যাত্রায় দ্য কেরালা স্টোরি সিনেমার কলাকুশলীদের আপ্যায়ন করার জন্য উন্মুখ হয়ে আছেন। সম্প্রতি তিনি দ্য কেরালা স্টোরিতে অভিনয় করা আদা শর্মাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে গত ৭ মে ভারতের হায়দরাবাদে সিনেমাটি দেখে সঞ্জয় জানিয়েছিলেন, এই জাতীয় আরও সিনেমা তৈরি করতে উৎসাহিত করবেন তিনি। এ ছাড়া রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কর ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়—‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।
এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছিল সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ কে গত সোমবার নিষিদ্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’
গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধের পরেও অন্য রাজ্যে বেশ ভালোই চলছে সিনেমাটি।

সম্প্রতি মুক্তি পাওয়া ভারতের আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে উত্তাপ ছড়িয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পর এই সিনেমাটি নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে। আপত্তি জানিয়েছিল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ তাঁর। তবে শুধু সিপিআইএম নয়, সিনেমাটির মুক্তির পর থেকেই নিষেধাজ্ঞা চেয়ে সরব কংগ্রেসও। তবে এত বিতর্কের মধ্যও সিনেমাটির সমর্থন দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে আগামীকাল রোববার তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে বিজেপির নেতৃত্বে আয়োজিত হিন্দু একতা জনসভায় অংশ নেবেন ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার কলাকুশলীরা।
রাজ্য বিজেপি প্রধান সঞ্জয় কুমার গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি হিন্দু একতা যাত্রায় দ্য কেরালা স্টোরি সিনেমার কলাকুশলীদের আপ্যায়ন করার জন্য উন্মুখ হয়ে আছেন। সম্প্রতি তিনি দ্য কেরালা স্টোরিতে অভিনয় করা আদা শর্মাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে গত ৭ মে ভারতের হায়দরাবাদে সিনেমাটি দেখে সঞ্জয় জানিয়েছিলেন, এই জাতীয় আরও সিনেমা তৈরি করতে উৎসাহিত করবেন তিনি। এ ছাড়া রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কর ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। বলা হচ্ছিল, কেরালায় ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করা এবং তাদের আইএসআইএসে যোগ দেওয়ার গল্প রয়েছে এই সিনেমায়। তবে গত সপ্তাহে ট্রেলারের প্রোমোটি পরিবর্তন করে বলা হয়—‘কেরালার বিভিন্ন অঞ্চলের তিন তরুণীর সত্য গল্প’।
এরপর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সগুলোতে বন্ধ হয়ে যায় সিনেমাটির প্রদর্শন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছিল সিনেমাটির প্রদর্শন ঘিরে বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর আগে সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দারা সতর্কবার্তা দিয়েছিলেন।
বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ কে গত সোমবার নিষিদ্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে একটি মহল।’
গত ৫ মে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ। বিতর্কের মধ্যেও বক্স অফিসে বেশ ভালো অবস্থানে রয়েছে সুদীপ্ত সেন পরিচালিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ভারতের কেরালা ও পশ্চিমবঙ্গে নিষিদ্ধের পরেও অন্য রাজ্যে বেশ ভালোই চলছে সিনেমাটি।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৭ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৭ ঘণ্টা আগে