
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। তিন দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১৮ কোটি রুপি ছাড়িয়েছে।
ভারতীয় বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটির আয় আজ বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ৪৮ কোটি রুপিতে প্রথম দিন শুরু হওয়ার পর আজ চতুর্থ দিনে সিনেমাটির শুধু ভারতে আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।
প্রথম দিনের মতো না হলেও দ্বিতীয় দিনে সিনেমাটি ভারতে আয় করে ২৫ দশমিক ৭৫ কোটি রুপি। আর গতকাল তা বেড়ে দাঁড়ায় ৩৫ কোটি রুপিতে। গত তিন দিনের হিসাবমতে শুধু ভারতে এর মোট আয় ১০৯ দশমিক ১০ কোটি রুপি। আর গত তিন দিনে ভারতের বাইরে এর আয় প্রায় ১১০ কোটি রুপি ছাড়িয়েছে।
ভারতের প্রেক্ষাগৃহে জেলারের সঙ্গে চলছে সানি দেওলের ‘গদর ২’ ও অক্ষয়ের ‘ওএমজি ২’-এর মধ্যে পারিবারিক দর্শকদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছে রজনীকান্তের সিনেমাটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ১৬৯তম সিনেমা ‘জেলার’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। তিন দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১৮ কোটি রুপি ছাড়িয়েছে।
ভারতীয় বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটির আয় আজ বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ৪৮ কোটি রুপিতে প্রথম দিন শুরু হওয়ার পর আজ চতুর্থ দিনে সিনেমাটির শুধু ভারতে আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।
প্রথম দিনের মতো না হলেও দ্বিতীয় দিনে সিনেমাটি ভারতে আয় করে ২৫ দশমিক ৭৫ কোটি রুপি। আর গতকাল তা বেড়ে দাঁড়ায় ৩৫ কোটি রুপিতে। গত তিন দিনের হিসাবমতে শুধু ভারতে এর মোট আয় ১০৯ দশমিক ১০ কোটি রুপি। আর গত তিন দিনে ভারতের বাইরে এর আয় প্রায় ১১০ কোটি রুপি ছাড়িয়েছে।
ভারতের প্রেক্ষাগৃহে জেলারের সঙ্গে চলছে সানি দেওলের ‘গদর ২’ ও অক্ষয়ের ‘ওএমজি ২’-এর মধ্যে পারিবারিক দর্শকদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছে রজনীকান্তের সিনেমাটি।
সিনেমাটি তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের সবচেয়ে বড় উদ্বোধনীর রেকর্ড গড়েছে। অন্যদিকে এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যেকোনো তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যেকোনো তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সংগ্রহ।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির বাজেটে জেলার নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা গেছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৩ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৪ ঘণ্টা আগে