
আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটিকে ঘিরে ভারতে দর্শকদের উন্মাদনার শেষ নেই। টিকিটের চাহিদা এত পরিমাণ বেড়েছে যে দিল্লি সহ বড় শহরগুলোতে দুই হাজার রুপিতে বিক্রি হচ্ছে এই সিনেমার অগ্রিম টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে সারা রাত লাইনে দাঁড়িয়েও মানুষ পাচ্ছে না টিকিট।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে, প্রথম টিজার মুক্তির পর অনেকেরই সেটি নিয়ে অনেক সমালোচনা হয়। তবে সব বিতর্ক পেছনে ফেলে বক্স অফিসে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ‘আদিপুরুষ’। অগ্রিম বুকিং দেখে অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, প্রথম দিনেই ২৫ কোটি রুপির বেশি অর্থ আয় করবে সিনেমাটি। দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ভারতজুড়ে অনেক শো পেয়েছে ছবিটি। এমনকি ভোর চারটায় ছবিটির বিশেষ প্রদর্শনী করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার।
পাঁচ ভাষায় মোট ৬ হাজার ৩০০ পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। এর মধ্যে হিন্দিতে প্রায় ৪০০০ পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন ইনক্স, পিভিআর, সিনেপোলিস-এ এখন পর্যন্ত হিন্দি ভার্সনের ১ কোটি ১৩ লাখ টিকিট বিক্রি হয়েছে।
প্রথম দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। দিল্লি সহ অন্যান্য মেট্রো সিটিতে টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে দিল্লির পিভিআর-এ টিকিট বিক্রি হয়েছে ২০০০ রুপিতেও। তবুও সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই চিত্র মুম্বাইতেও। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির। তবে সেই তুলনায় চেন্নাই ও হায়দরাবাদে কিছুটা কমে বিক্রি হয়েছে টিকিট।
‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়ান ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটিকে ঘিরে ভারতে দর্শকদের উন্মাদনার শেষ নেই। টিকিটের চাহিদা এত পরিমাণ বেড়েছে যে দিল্লি সহ বড় শহরগুলোতে দুই হাজার রুপিতে বিক্রি হচ্ছে এই সিনেমার অগ্রিম টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে সারা রাত লাইনে দাঁড়িয়েও মানুষ পাচ্ছে না টিকিট।
মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ বিতর্ক হয়েছে, প্রথম টিজার মুক্তির পর অনেকেরই সেটি নিয়ে অনেক সমালোচনা হয়। তবে সব বিতর্ক পেছনে ফেলে বক্স অফিসে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে ‘আদিপুরুষ’। অগ্রিম বুকিং দেখে অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, প্রথম দিনেই ২৫ কোটি রুপির বেশি অর্থ আয় করবে সিনেমাটি। দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ভারতজুড়ে অনেক শো পেয়েছে ছবিটি। এমনকি ভোর চারটায় ছবিটির বিশেষ প্রদর্শনী করার নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার।
পাঁচ ভাষায় মোট ৬ হাজার ৩০০ পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। এর মধ্যে হিন্দিতে প্রায় ৪০০০ পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তিনটি বড় মাল্টিপ্লেক্স চেইন ইনক্স, পিভিআর, সিনেপোলিস-এ এখন পর্যন্ত হিন্দি ভার্সনের ১ কোটি ১৩ লাখ টিকিট বিক্রি হয়েছে।
প্রথম দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। দিল্লি সহ অন্যান্য মেট্রো সিটিতে টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গেছে দিল্লির পিভিআর-এ টিকিট বিক্রি হয়েছে ২০০০ রুপিতেও। তবুও সব টিকিট বিক্রি হয়ে গেছে। একই চিত্র মুম্বাইতেও। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির। তবে সেই তুলনায় চেন্নাই ও হায়দরাবাদে কিছুটা কমে বিক্রি হয়েছে টিকিট।
‘আদিপুরুষ’ দিয়ে প্রভাসের ক্যারিয়ারে আরও একটি প্যান ইন্ডিয়ান ছবি যুক্ত হতে চলেছে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৩০ মিনিট আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৪৪ মিনিট আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
১ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
১ ঘণ্টা আগে