
নতুন বছরে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘কাস্টডি’র টিজার প্রকাশ পেয়েছে রোববার (১ জানুয়ারি)। পুলিশ অ্যাকশন ড্রামা, কাস্টডির ২৬ সেকেন্ডের টিজারের ঝলকে নাগা চৈতন্যকে অ্যাকশন সিক্যুয়েন্সসহ পুলিশের ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু।
এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি। আরও অভিনয় করেছেন— অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন।
আগামী মে মাসের ১২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে কৃতি শেঠি বলেন, ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য খুবই উচ্ছ্বসিত কারণ আমরা এরই মধ্যে একসঙ্গে কাজ করেছি। আমি জানি তাঁর সঙ্গে কাজ করা কতটা আনন্দের। আমি এইটার জন্য মুখিয়ে আছি। মানুষও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি, দর্শকদের আরেকটি সুন্দর চলচ্চিত্র দেওয়া উচিত।’
নাগা চৈতন্যকে সর্বশেষ আমির খানের লাল সিং চাড্ডা চলচ্চিত্রে দেখা গেছে। এর মাধ্যমেই তাঁর বলিউডে অভিষেক হলো।

নতুন বছরে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘কাস্টডি’র টিজার প্রকাশ পেয়েছে রোববার (১ জানুয়ারি)। পুলিশ অ্যাকশন ড্রামা, কাস্টডির ২৬ সেকেন্ডের টিজারের ঝলকে নাগা চৈতন্যকে অ্যাকশন সিক্যুয়েন্সসহ পুলিশের ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু।
এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি। আরও অভিনয় করেছেন— অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।
প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন।
আগামী মে মাসের ১২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে কৃতি শেঠি বলেন, ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য খুবই উচ্ছ্বসিত কারণ আমরা এরই মধ্যে একসঙ্গে কাজ করেছি। আমি জানি তাঁর সঙ্গে কাজ করা কতটা আনন্দের। আমি এইটার জন্য মুখিয়ে আছি। মানুষও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি, দর্শকদের আরেকটি সুন্দর চলচ্চিত্র দেওয়া উচিত।’
নাগা চৈতন্যকে সর্বশেষ আমির খানের লাল সিং চাড্ডা চলচ্চিত্রে দেখা গেছে। এর মাধ্যমেই তাঁর বলিউডে অভিষেক হলো।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৩ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৩ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৩ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৩ ঘণ্টা আগে