বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই বেশ আলোচনা হয়েছে। এবার জানা গেছে তাঁদের দুজনের এক হওয়ার উদ্দেশ্য। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন সাজিদ।
বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেইসেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের তরফে জানানো হয়েছে, প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নন, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।
সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়।
গত কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য বা চিত্রনাট্যে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, ‘লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।’
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই বেশ আলোচনা হয়েছে। এবার জানা গেছে তাঁদের দুজনের এক হওয়ার উদ্দেশ্য। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন সাজিদ।
বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেইসেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের তরফে জানানো হয়েছে, প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নন, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।
সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়।
গত কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য বা চিত্রনাট্যে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, ‘লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।’
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
বলিউডে পা রাখার আগেই অভিনয় দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তাঁর কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র..
১৯ ঘণ্টা আগে‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তাঁর মত প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি...
১৯ ঘণ্টা আগে২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম..
১ দিন আগে