
দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত সিনেমা ‘ভোলা শংকর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ আগস্ট। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমাটির প্রচারণার এক অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার প্রশংসা করে তাঁকে বর্তমান অভিনেত্রীদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করেছেন চিরঞ্জীবী। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, চিরঞ্জীবী তাঁকে বর্তমান প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে চিহ্নিত করেছেন।
ভোলা শংকর সিনেমায় মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে। সুইজারল্যান্ডে গানটির চিত্রায়ণের সময় তামান্নার বাবার অস্ত্রোপচার হয়। গানের শুটিং চলছিল বলে তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকতে পারেননি। এই চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি গানটি শেষ করেছিলেন। অন্যদিকে, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরও শক্তি জুগিয়েছিলেন।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চিরঞ্জীবী বলেন, ‘ভোলা শংকরে মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে, যেটি সুইজারল্যান্ডে চিত্রায়িত হয়েছে। চিত্রগ্রহণের প্রক্রিয়াটি প্রায় দুই সপ্তাহ ধরে চলেছিল। তবে, সেই সময়ের মধ্যে আমি জানতে পারি যে তামান্নার বাবার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু সংবাদটি শোনা সত্ত্বেও, তামান্না শুটিং ছেড়ে যাননি। তিনি ক্যামেরার সামনে যেমন তখন নেচেছেন, আবার ফোনের মাধ্যমে তাঁর পরিবারকে শক্তিও জুগিয়েছেন। এটি তাঁর দায়িত্বশীলতার প্রমাণ করে।’
বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ভোলা শংকর মুক্তি পাচ্ছে ১১ আগস্ট। মেহের রমেশা পরিচালিত এই ছবিতে মেগাস্টার চিরঞ্জীবী, তামান্না ভাটিয়া এবং কীর্তি সুরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভক্তরা অধীর আগ্রহে এর মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করেছে।

দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত সিনেমা ‘ভোলা শংকর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ আগস্ট। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমাটির প্রচারণার এক অনুষ্ঠানে তামান্না ভাটিয়ার প্রশংসা করে তাঁকে বর্তমান অভিনেত্রীদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করেছেন চিরঞ্জীবী। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, চিরঞ্জীবী তাঁকে বর্তমান প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে চিহ্নিত করেছেন।
ভোলা শংকর সিনেমায় মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে। সুইজারল্যান্ডে গানটির চিত্রায়ণের সময় তামান্নার বাবার অস্ত্রোপচার হয়। গানের শুটিং চলছিল বলে তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকতে পারেননি। এই চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি গানটি শেষ করেছিলেন। অন্যদিকে, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরও শক্তি জুগিয়েছিলেন।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চিরঞ্জীবী বলেন, ‘ভোলা শংকরে মিল্কি বিউটি শিরোনামের একটি গান রয়েছে, যেটি সুইজারল্যান্ডে চিত্রায়িত হয়েছে। চিত্রগ্রহণের প্রক্রিয়াটি প্রায় দুই সপ্তাহ ধরে চলেছিল। তবে, সেই সময়ের মধ্যে আমি জানতে পারি যে তামান্নার বাবার অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু সংবাদটি শোনা সত্ত্বেও, তামান্না শুটিং ছেড়ে যাননি। তিনি ক্যামেরার সামনে যেমন তখন নেচেছেন, আবার ফোনের মাধ্যমে তাঁর পরিবারকে শক্তিও জুগিয়েছেন। এটি তাঁর দায়িত্বশীলতার প্রমাণ করে।’
বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ভোলা শংকর মুক্তি পাচ্ছে ১১ আগস্ট। মেহের রমেশা পরিচালিত এই ছবিতে মেগাস্টার চিরঞ্জীবী, তামান্না ভাটিয়া এবং কীর্তি সুরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভক্তরা অধীর আগ্রহে এর মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি ভক্তদের মধ্যে উল্লেখযোগ্য উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি করেছে।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১৮ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১৮ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১৮ ঘণ্টা আগে