
দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তির মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এখন পর্যন্ত হিসেব অনুযায়ী ১২ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট সংগ্রহ করেছে ২৫৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ দশমিক ৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি।
সিনেমাটিতে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।

‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী।
থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।


দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তির মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এখন পর্যন্ত হিসেব অনুযায়ী ১২ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট সংগ্রহ করেছে ২৫৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ দশমিক ৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি।
সিনেমাটিতে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।

‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী।
থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।


বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
৯ ঘণ্টা আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
৯ ঘণ্টা আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১১ ঘণ্টা আগে
রবিন হুড মানেই আমাদের চোখে ভেসে ওঠে এক পরোপকারী বীরের ছবি। ধনীদের সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া এক মহানায়ক। কিন্তু ‘দ্য ডেথ অব রবিন হুড’ সিনেমায় এই চেনা গল্প সম্পূর্ণ বদলে গেছে। চিরাচরিত রবিন হুডের বীরত্বগাথা থেকে বেরিয়ে তাকে একজন অনুতপ্ত অপরাধী হিসেবে দেখানো হয়েছে এতে।
১১ ঘণ্টা আগে