বিনোদন ডেস্ক
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
বাংলাদেশের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব নকীব খান। গত বছর সংগীতে ৫০ বছর পূর্তি হয়েছে তাঁর। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন নকীব খান।
৫ ঘণ্টা আগেবছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। নাম ‘বলয়’। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশে
৫ ঘণ্টা আগে‘কান্তারা’ দিয়ে ২০২২ সালে ব্যাপক আলোচিত হন কন্নড় অভিনেতা ঋষভ শেঠি। মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি রচনা, পরিচালনাও করেন ঋষভ। কান্তারার অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় তিনি বানাচ্ছেন এর প্রিকুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’।
৫ ঘণ্টা আগেআবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
১৯ ঘণ্টা আগে