বক্স অফিসে ১২ দিন পার করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি ভারতীয় বক্স অফিস থেকে ইতিমধ্যেই ৫২১ কোটি রুপি আয় করে ফেলেছে। আর ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটির রুপির পথে রয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে গত ২৭ জুন, বৃহস্পতিবার। প্রথম দিনেই বাজিমাত করে সিনেমাটি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্ক এর তথ্য মতে, প্রথম দিনই সিনেমাটির আয় ছিল ৯৫ কোটি ৩ লাখ রুপি। এরপর শুক্রবার এই সিনেমার আয় ছিল ৫৯ কোটি ৩ লাখ রুপি। এরপর সপ্তাহান্তে, শনিবার আয় ছিল ৬৬ কোটি ২ লাখ রুপি। রোববার, ব্যবসা বেড়ে দাঁড়ায় ৮৮ কোটি ২ লাখ রুপি।
এরপর দ্বিতীয় সপ্তাহে এসে আয় কিছুটা কমে আসে। সোমবার ৩৪ কোটি ১৫ লাখ রুপি, মঙ্গলবার ২৭ কোটি রুপি, বুধবার ২২ কোটি ৭ লাখ রুপি, বৃহস্পতিবার ২১ কোটি ৮ লাখ রুপি এবং শুক্রবার ১৬ কোটি ৯ লাখ রুপি। এরপর দ্বিতীয় শনি ও রোববার যথাক্রমে ৩৪ কোটি ১৫ লাখ রুপি ও ৪৪ কোটি ৩৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এরপর গতকাল সোমবার (৮ জুলাই) সিনেমাটি আয় করে ১১ কোটি ৩৫ লাখ রুপি। তবে এ ক্ষেত্রে সিনেমার আয় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে, ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে ৫২১ কোটি ৪ লাখ রুপি।
আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় ৯০০ কোটি রুপি পার করেছে। এই গতি বজায় থাকলে খুব শিগগিরই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপি ছাপিয়ে যাবে। এটি এই মুহূর্তে উত্তর আমেরিকায় ১০টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় জায়গা নিয়েছে।
নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটির বাজেট ছিল ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, প্রভাস, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়রা।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৮ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৫ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে