বক্স অফিসে ১২ দিন পার করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি ভারতীয় বক্স অফিস থেকে ইতিমধ্যেই ৫২১ কোটি রুপি আয় করে ফেলেছে। আর ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটির রুপির পথে রয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে গত ২৭ জুন, বৃহস্পতিবার। প্রথম দিনেই বাজিমাত করে সিনেমাটি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্ক এর তথ্য মতে, প্রথম দিনই সিনেমাটির আয় ছিল ৯৫ কোটি ৩ লাখ রুপি। এরপর শুক্রবার এই সিনেমার আয় ছিল ৫৯ কোটি ৩ লাখ রুপি। এরপর সপ্তাহান্তে, শনিবার আয় ছিল ৬৬ কোটি ২ লাখ রুপি। রোববার, ব্যবসা বেড়ে দাঁড়ায় ৮৮ কোটি ২ লাখ রুপি।
এরপর দ্বিতীয় সপ্তাহে এসে আয় কিছুটা কমে আসে। সোমবার ৩৪ কোটি ১৫ লাখ রুপি, মঙ্গলবার ২৭ কোটি রুপি, বুধবার ২২ কোটি ৭ লাখ রুপি, বৃহস্পতিবার ২১ কোটি ৮ লাখ রুপি এবং শুক্রবার ১৬ কোটি ৯ লাখ রুপি। এরপর দ্বিতীয় শনি ও রোববার যথাক্রমে ৩৪ কোটি ১৫ লাখ রুপি ও ৪৪ কোটি ৩৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এরপর গতকাল সোমবার (৮ জুলাই) সিনেমাটি আয় করে ১১ কোটি ৩৫ লাখ রুপি। তবে এ ক্ষেত্রে সিনেমার আয় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে, ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে ৫২১ কোটি ৪ লাখ রুপি।
আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় ৯০০ কোটি রুপি পার করেছে। এই গতি বজায় থাকলে খুব শিগগিরই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপি ছাপিয়ে যাবে। এটি এই মুহূর্তে উত্তর আমেরিকায় ১০টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় জায়গা নিয়েছে।
নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটির বাজেট ছিল ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, প্রভাস, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়রা।
বক্স অফিসে ১২ দিন পার করে ফেলেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি ভারতীয় বক্স অফিস থেকে ইতিমধ্যেই ৫২১ কোটি রুপি আয় করে ফেলেছে। আর ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটির রুপির পথে রয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছে গত ২৭ জুন, বৃহস্পতিবার। প্রথম দিনেই বাজিমাত করে সিনেমাটি। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সচনিল্ক এর তথ্য মতে, প্রথম দিনই সিনেমাটির আয় ছিল ৯৫ কোটি ৩ লাখ রুপি। এরপর শুক্রবার এই সিনেমার আয় ছিল ৫৯ কোটি ৩ লাখ রুপি। এরপর সপ্তাহান্তে, শনিবার আয় ছিল ৬৬ কোটি ২ লাখ রুপি। রোববার, ব্যবসা বেড়ে দাঁড়ায় ৮৮ কোটি ২ লাখ রুপি।
এরপর দ্বিতীয় সপ্তাহে এসে আয় কিছুটা কমে আসে। সোমবার ৩৪ কোটি ১৫ লাখ রুপি, মঙ্গলবার ২৭ কোটি রুপি, বুধবার ২২ কোটি ৭ লাখ রুপি, বৃহস্পতিবার ২১ কোটি ৮ লাখ রুপি এবং শুক্রবার ১৬ কোটি ৯ লাখ রুপি। এরপর দ্বিতীয় শনি ও রোববার যথাক্রমে ৩৪ কোটি ১৫ লাখ রুপি ও ৪৪ কোটি ৩৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এরপর গতকাল সোমবার (৮ জুলাই) সিনেমাটি আয় করে ১১ কোটি ৩৫ লাখ রুপি। তবে এ ক্ষেত্রে সিনেমার আয় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে, ভারতের বাজারে আয় দাঁড়িয়েছে ৫২১ কোটি ৪ লাখ রুপি।
আর বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় ৯০০ কোটি রুপি পার করেছে। এই গতি বজায় থাকলে খুব শিগগিরই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপি ছাপিয়ে যাবে। এটি এই মুহূর্তে উত্তর আমেরিকায় ১০টি সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় জায়গা নিয়েছে।
নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটির বাজেট ছিল ৬০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, প্রভাস, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়রা।
সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
২ ঘণ্টা আগে২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর।
২ ঘণ্টা আগে১৯ এপ্রিল হয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২৮ মেয়াদের নির্বাচন। এবার সভাপতি হিসেবে আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে