
দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি। তখনই ধারণা করা হচ্ছিল বড় কিছুই অপেক্ষা করছে ভারিসুর ভাগ্যে।
‘ভারিসু’তে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।
‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী। এ দিকে গতকাল শুক্রবার প্রাইম ভিডিও ‘ভারিসু’র মুক্তির তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তামিলের পাশাপাশি তেলেগু ও মালায়ালাম ভাষায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।

দক্ষিণের বহুল প্রতীক্ষিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা অভিনীত চলচ্চিত্রটি। সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘ভারিসু’। চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালার বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৪৬ দশমিক ৯ কোটি রুপি। তখনই ধারণা করা হচ্ছিল বড় কিছুই অপেক্ষা করছে ভারিসুর ভাগ্যে।
‘ভারিসু’তে একটি যৌথ পরিবারের গল্প দেখানো হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয়। পরিবারের প্রধান ও বাবা চরিত্রে অভিনয় করেছেন শরৎকুমার। গল্পে দেখা যায় তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্তকে নিয়ে শরৎকুমারের সুখী পরিবার। হঠাৎই সুখী পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়। শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। এভাবেই সিনেমার গল্পটি এগোতে থাকে।
‘ভারিসু’ ছবির তেলুগুর পাশাপাশি তামিল সংস্করণও মুক্তি পেয়েছে। ছবিতে বিজয় ও রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শ্যাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে। শ্রী ভেঙ্কটেশ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজনা করেছেন দিল রাজু ও সিরিশ। ‘ভারিসু’ নির্মাণ করেছেন বামশি পৈদিপল্লী। এ দিকে গতকাল শুক্রবার প্রাইম ভিডিও ‘ভারিসু’র মুক্তির তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তামিলের পাশাপাশি তেলেগু ও মালায়ালাম ভাষায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
থালাপতি বিজয়ের ২৫০ কোটি রুপির বেশি আয় করা টানা ষষ্ঠ চলচ্চিত্র ‘ভারিসু’। এর আগে তাঁর সিনেমা ‘মার্সাল’ (২৬৭ কোটি রুপি), ‘সরকার’ (২৫৮ কোটি রুপি), ‘বিগিল’ (৩২১ কোটি রুপি), ‘মাস্টার’ (৩০০ কোটি রুপি) ও ‘বিস্ট’ (২৫০ কোটি রুপির বেশি) ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছিল।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৮ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
২০ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
২০ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
২০ ঘণ্টা আগে