Ajker Patrika

বিমানে ত্রুটি, মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশমিকা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ২৫
বিমানে ত্রুটি, মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশমিকা

দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা মৃত্যুর মুখ থেকে ফিরলেন। মাঝ আকাশে অভিনেত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানালেন সে অভিজ্ঞতার কথা। ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশমিকা। সেখানে অভিনেত্রীর ভ্রমণসঙ্গী হিসেবে অভিনেত্রী শ্রদ্ধা দাসকে দেখা গেছে।

কোলাজ দুটি ছবির একটিতে রাশমিকা ও শ্রদ্ধাকে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কিন্তু নিচের আরেকটি ছবিতে, দুজনের পা সামনের সিটে ঠেকানো অবস্থায় দেখা গেছে। সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তাঁরা। ছবিতে রাশমিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম।’

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রামএনডিটিভির প্রতিবেদন অনুসারে, রাশমিকা মান্দানা মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বিমান ছেড়ে যাওয়ার পরই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়।

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রামবিমান সংস্থার মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’

রাশমিকার ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: স্টোরি থেকে স্ক্রিনশটউল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা ২’। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত