
অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।

অভিনয়জীবনের ইতি টানতে পারেন সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, দক্ষিণের খ্যাতিমান পরিচালক লোকেশ কানগরাজের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। আর ১৭১তম এই চলচ্চিত্রই হতে পারে এই সুপারস্টারের শেষ চলচ্চিত্র—এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
তামিল চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাইস্কিনের এক সাক্ষাৎকার থেকেই এই আলোচনার সূত্রপাত। তিনি জানান, ‘পরিচালক লোকেশ কানাগারাজের সঙ্গে জুটি বাঁধবেন রজনীকান্ত। সুপারস্টারের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ সিনেমা হতে পারে এটি।’ তবে এ বিষয়ে লোকেশ বা রজনীকান্ত এখনো কোনো ঘোষণা দেননি।
তবে রজনীকান্তের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘যে কেউ যা কিছু ইচ্ছে বলতেই পারে, এটি তার অধিকার। থালাইভাই একমাত্র ব্যক্তি, যিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে তিনি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। আসলে, তাঁর হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তিনি ‘জেলার’ সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন এবং বর্তমানে ‘লাল সালাম’-এর শুটিং করছেন। এ ছাড়া তিনি আরেও নতুন কিছু সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন।’
৭২ বছর বয়সী তামিল সুপারস্টারের পরবর্তী সিনেমা ‘জেলার’। নেলসন পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। এরপর তাঁর পরবর্তী ছবি বড় মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’, যেখানে ক্যামিও করবেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। থালাইভার ১৭০ নম্বর ছবিটি পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল। এর পরেই তাঁর ১৭১ নম্বর ছবি, যা পরিচালনা করবেন লোকেশ কানাগরাজ। প্রযোজনা করবে সান পিকচার্স।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত হিট এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২১ সালে তাঁর ১৭০তম চলচ্চিত্র ‘আন্নাথি’ মুক্তির সময়েও অভিনয় থেকে অবসর নেওয়ার জল্পনা ছিল।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১৭ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে