
সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’। এর আগে তিনি সিরিয়াল বানিয়েছেন, বানিয়েছেন টেলিছবিও। তাঁর বানানো সিনেমার সংখ্যাও প্রায় পঁচিশ ছুঁয়েছে। ‘মার্ডার ইন দ্য হিলস’ দিয়েই শুরু হচ্ছে নির্মাতা অঞ্জনের ওয়েবে যাত্রা। কী আছে এই সিরিজে?
টানটান উত্তেজনার গল্প, এই প্রজন্মের কয়েকজন অভিনয়শিল্পী আর সেই চিরচেনা দার্জিলিং। অঞ্জন দত্তের প্রায় সব সিনেমায়, গানে ঘুরেফিরে এসেছে জায়গাটি। তবু ‘মার্ডার ইন দ্য হিলস’–এর দার্জিলিং অনেকটাই আলাদা। অঞ্জন সেখানে হত্যা, রহস্য আর তদন্তের গল্প বুনেছেন। গল্পে আছে পুলিশ, সাংবাদিক, চিকিৎসক, ফুটবল কোচ, শিক্ষক, লেখক আর নির্মাতার চরিত্র। যাঁরা অভিনয় করেছেন, তাঁদের অনেকেই অঞ্জনের পরিচালনায় প্রথম। তাই অভিনয়শিল্পীদের উচ্ছ্বাস যেমন বেশি, কম যান না অঞ্জনও। তিনি জানিয়েছেন, ‘রঞ্জনা আমি আর আসব না’র পর এত আনন্দ করে কাজ করলেন তিনি।
কেমন ছিল ‘মার্ডার ইন দ্য হিলস’–এর শুটিং? সিরিজে পুলিশ চরিত্রে অভিনয় করা রাজদীপ গুপ্ত জানাচ্ছেন এক ভয়ংকর অভিজ্ঞতার কথা। শুটিং করতে গিয়ে অন্ধ হতে বসেছিলেন তিনি! একটি দৃশ্য ছিল এমন—অভিনেতা সুপ্রভাত চেয়ার ছুড়ে মারবেন রাজদীপের দিকে। রাজদীপ মাটিতে পড়ে যাবেন। পাহাড়ের ওপরে এ দৃশ্যের শুটিং হচ্ছে। শট নেওয়া হচ্ছে ড্রোনে। সুপ্রভাতের ছুড়ে দেওয়া চেয়ার রাজদীপের প্রায় চোখ বরাবর আঘাত হানে। কিছুক্ষণের জন্য জ্ঞানও হারিয়েছিলেন রাজদীপ। পাশেই পাহাড়ের খাদ। আর একটু হলেই বড় বিপদ ঘটতে পারত।
সন্দীপা সেনের অভিজ্ঞতা একেবারেই আলাদা। ‘মার্ডার ইন দ্য হিলস’–এ চিকিৎসক চরিত্রে আছেন তিনি। এক সকালে আচমকা ফোনে ঘুম ভাঙে সন্দীপার। অপর প্রান্তে অঞ্জনের কণ্ঠ। সিরিজে অভিনয়ের প্রস্তাব দেবেন—বিশ্বাসই হয়নি সন্দীপার। সন্দীপা বলেছেন, ‘প্রথম দিনটা সারা জীবন মনে থাকবে। শুটিং শেষে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন অঞ্জনদা। আমি তো কান্না ধরে রাখতে পারিনি।’
সিরিজের অন্য অভিনয়শিল্পীরা হলেন অর্জুন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, রজত গঙ্গোপাধ্যায়, সুপ্রভাত দাস—সবার জন্যই দারুণ অভিজ্ঞতা নিয়ে এসেছে ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘কুয়াশাঘেরা দার্জিলিং, কোন রহস্য লুকাচ্ছে’—এই ট্যাগলাইনে প্রকাশ পেয়েছে সিরিজের পোস্টার।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ২৩ জুলাই থেকে দেখা যাবে ‘মার্ডার ইন দ্য হিলস’।

সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’। এর আগে তিনি সিরিয়াল বানিয়েছেন, বানিয়েছেন টেলিছবিও। তাঁর বানানো সিনেমার সংখ্যাও প্রায় পঁচিশ ছুঁয়েছে। ‘মার্ডার ইন দ্য হিলস’ দিয়েই শুরু হচ্ছে নির্মাতা অঞ্জনের ওয়েবে যাত্রা। কী আছে এই সিরিজে?
টানটান উত্তেজনার গল্প, এই প্রজন্মের কয়েকজন অভিনয়শিল্পী আর সেই চিরচেনা দার্জিলিং। অঞ্জন দত্তের প্রায় সব সিনেমায়, গানে ঘুরেফিরে এসেছে জায়গাটি। তবু ‘মার্ডার ইন দ্য হিলস’–এর দার্জিলিং অনেকটাই আলাদা। অঞ্জন সেখানে হত্যা, রহস্য আর তদন্তের গল্প বুনেছেন। গল্পে আছে পুলিশ, সাংবাদিক, চিকিৎসক, ফুটবল কোচ, শিক্ষক, লেখক আর নির্মাতার চরিত্র। যাঁরা অভিনয় করেছেন, তাঁদের অনেকেই অঞ্জনের পরিচালনায় প্রথম। তাই অভিনয়শিল্পীদের উচ্ছ্বাস যেমন বেশি, কম যান না অঞ্জনও। তিনি জানিয়েছেন, ‘রঞ্জনা আমি আর আসব না’র পর এত আনন্দ করে কাজ করলেন তিনি।
কেমন ছিল ‘মার্ডার ইন দ্য হিলস’–এর শুটিং? সিরিজে পুলিশ চরিত্রে অভিনয় করা রাজদীপ গুপ্ত জানাচ্ছেন এক ভয়ংকর অভিজ্ঞতার কথা। শুটিং করতে গিয়ে অন্ধ হতে বসেছিলেন তিনি! একটি দৃশ্য ছিল এমন—অভিনেতা সুপ্রভাত চেয়ার ছুড়ে মারবেন রাজদীপের দিকে। রাজদীপ মাটিতে পড়ে যাবেন। পাহাড়ের ওপরে এ দৃশ্যের শুটিং হচ্ছে। শট নেওয়া হচ্ছে ড্রোনে। সুপ্রভাতের ছুড়ে দেওয়া চেয়ার রাজদীপের প্রায় চোখ বরাবর আঘাত হানে। কিছুক্ষণের জন্য জ্ঞানও হারিয়েছিলেন রাজদীপ। পাশেই পাহাড়ের খাদ। আর একটু হলেই বড় বিপদ ঘটতে পারত।
সন্দীপা সেনের অভিজ্ঞতা একেবারেই আলাদা। ‘মার্ডার ইন দ্য হিলস’–এ চিকিৎসক চরিত্রে আছেন তিনি। এক সকালে আচমকা ফোনে ঘুম ভাঙে সন্দীপার। অপর প্রান্তে অঞ্জনের কণ্ঠ। সিরিজে অভিনয়ের প্রস্তাব দেবেন—বিশ্বাসই হয়নি সন্দীপার। সন্দীপা বলেছেন, ‘প্রথম দিনটা সারা জীবন মনে থাকবে। শুটিং শেষে খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন অঞ্জনদা। আমি তো কান্না ধরে রাখতে পারিনি।’
সিরিজের অন্য অভিনয়শিল্পীরা হলেন অর্জুন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, অনিন্দিতা বসু, রজত গঙ্গোপাধ্যায়, সুপ্রভাত দাস—সবার জন্যই দারুণ অভিজ্ঞতা নিয়ে এসেছে ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘কুয়াশাঘেরা দার্জিলিং, কোন রহস্য লুকাচ্ছে’—এই ট্যাগলাইনে প্রকাশ পেয়েছে সিরিজের পোস্টার।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ২৩ জুলাই থেকে দেখা যাবে ‘মার্ডার ইন দ্য হিলস’।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৪ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৫ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৬ ঘণ্টা আগে