
দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।

দুজনের অমতেই বিয়ে হয়েছে ঋষিরাজ আর পিহুর। এরপর কী হবে তাদের ভবিষ্যৎ, এমন কৌতূহল ছিল ‘মন ফাগুন’ সিরিয়ালের দর্শকদের মধ্যে। চ্যানেলের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছিল, ঘুরে যাচ্ছে গল্পের মোড়।
সেটাই হচ্ছে। স্টার জলসার জনপ্রিয় এ সিরিয়ালের নতুন প্রোমো সে ইঙ্গিতই দিচ্ছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, একে অপরকে জব্দ করতে নতুন ফন্দি আঁটছে নবদম্পতি। ঋষিরাজের সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে পিহু। রুমের মাঝ বরাবর কাপড় দিয়ে পর্দা টেনে দিয়েছে। স্বামী ঋষিরাজকে ডাকছে ‘রক্তচোষা বাদুড়’ বলে।
তবে সবকিছু মেনে নিলেও বিছানার ভাগ দিতে রাজি নয় ঋষিরাজ। পিহুকে শাসিয়ে সে বলে, ‘এটা আমার ঘর। জোর করে ঘরের ভাগ নিলেও বিছানার ভাগ নেওয়ার চেষ্টা করবেন না’। পাল্টা পিহু জানতে চায়, ‘কী করবেন আপনি?’ ঋষির সটান জবাব, ‘সবাইকে আপনার লেখা প্রেমপত্র দেখাব আর বলে দেব আপনার একটা বয়ফ্রেন্ড আছে।’
এরপর পিহুর প্রতিক্রিয়া কী হবে, সেটা বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে, খুব সহজ হবে না তাদের দাম্পত্য। অনেক কিছু ঘটবে এ সপ্তাহের পর্বগুলোতে। স্টার জলসা তাই ‘মন ফাগুন’-এর চলতি সপ্তাহের ট্যাগলাইন দিয়েছে ‘বিয়ের ফাঁদে’।
ছোটবেলার হারিয়ে যাওয়া এক প্রেমের গল্প বলছে ‘মন ফাগুন’। ঋষিরাজ ওরফে টুবাইদা ও পিহুর ভালোবাসার গল্প সিরিয়ালের মূল প্রেক্ষাপট। পিহুর ভূমিকায় আছেন সৃজলা গুহ আর ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায়।
অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ নির্মাণ করছেন লক্ষ্মণ ঘোষ। স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১৭ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে