বিনোদন ডেস্ক
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।
দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’
ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।
দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।
দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’
ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।
দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে