
ঢাকা: একাকী মায়ের গল্প নিয়ে ‘কড়ি খেলা’। জি বাংলার প্রতি ধারাবাহিকেই প্রাধান্য পায় নারীর লড়াই। ‘কড়ি খেলা’ও তেমনি। এমন এক একাকি মায়ের গল্প, যিনি কোনো অবস্থাতেই হার মানতে শেখেননি। গত বছরের ৮ মার্চ নারী দিবস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘কড়ি খেলা’। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় টালিউডে শুটিং স্থগিত হয়ে যায়। সেই ধাক্কায় কিছুদিন পুরোনো পর্ব চালানোর পর, অবশেষে সিরিয়ালটির প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল।
‘কড়ি খেলা’র যারা নিয়মিত দর্শক ছিলেন, তাঁরা বেশ মন খারাপ করেছিলেন এ খবরে। বিভিন্ন সময় জি বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে আসছেন তাঁরা। আশার বিষয় হচ্ছে, দর্শকদের অনুরোধ রাখছে চ্যানেল। ‘কড়ি খেলা’ আবার ফিরছে। শনিবার সিরিয়ালটির নতুন প্রোমো প্রকাশ করেছে জি বাংলা। জানানো হয়েছে, শিগগির্ আবার শুরু হবে এর প্রচার।
একজন লড়াকু একা মায়ের গল্প ‘কড়ি খেলা’। একা। কিন্তু একাকিত্বের শোক নেই তাঁর। একাই ছেলেকে বড় করছে। নিজের বেকারি ব্যবসা সামলে, সংসার সামলে, সঙ্গে আছে ছেলের দায়িত্ব- সবকিছু মিলিয়ে ওই সিঙ্গেল মা পারমিতার চরিত্রটি যেন এ সময়ের আরো অনেক নারীর প্রতিনিধি।
মুখ্য ভূমিকায় আছেন শ্রীপর্ণা রায়। স্টার জলসার সিরিয়াল ‘আঁচল’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত টুসু চরিত্র বেশ জনপ্রিয়তা পায়। পড়াশোনার জন্য কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরে এসে আবারো মাত করেন ‘কড়ি খেলা’র পারমিতা চরিত্র দিয়ে।
এ ধারাবাহিকের কাহিনিকার প্রশান্ত রথি ও শাশ্বতি ঘোষ। পরিচালনায় আছেন বিদ্যুৎ সাহা। শ্রীপর্ণা রায় ছাড়া অভিনয়ে আরও আছেন আনন্দ ঘোষ, তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিরিয়ালটি ফেরার খবর জানালেও এখনো প্রচার সময় জানায়নি জি বাংলা।
দেখুন ‘কড়ি খেলা’র নতুন ট্রেলার:

ঢাকা: একাকী মায়ের গল্প নিয়ে ‘কড়ি খেলা’। জি বাংলার প্রতি ধারাবাহিকেই প্রাধান্য পায় নারীর লড়াই। ‘কড়ি খেলা’ও তেমনি। এমন এক একাকি মায়ের গল্প, যিনি কোনো অবস্থাতেই হার মানতে শেখেননি। গত বছরের ৮ মার্চ নারী দিবস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘কড়ি খেলা’। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় টালিউডে শুটিং স্থগিত হয়ে যায়। সেই ধাক্কায় কিছুদিন পুরোনো পর্ব চালানোর পর, অবশেষে সিরিয়ালটির প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল।
‘কড়ি খেলা’র যারা নিয়মিত দর্শক ছিলেন, তাঁরা বেশ মন খারাপ করেছিলেন এ খবরে। বিভিন্ন সময় জি বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে আসছেন তাঁরা। আশার বিষয় হচ্ছে, দর্শকদের অনুরোধ রাখছে চ্যানেল। ‘কড়ি খেলা’ আবার ফিরছে। শনিবার সিরিয়ালটির নতুন প্রোমো প্রকাশ করেছে জি বাংলা। জানানো হয়েছে, শিগগির্ আবার শুরু হবে এর প্রচার।
একজন লড়াকু একা মায়ের গল্প ‘কড়ি খেলা’। একা। কিন্তু একাকিত্বের শোক নেই তাঁর। একাই ছেলেকে বড় করছে। নিজের বেকারি ব্যবসা সামলে, সংসার সামলে, সঙ্গে আছে ছেলের দায়িত্ব- সবকিছু মিলিয়ে ওই সিঙ্গেল মা পারমিতার চরিত্রটি যেন এ সময়ের আরো অনেক নারীর প্রতিনিধি।
মুখ্য ভূমিকায় আছেন শ্রীপর্ণা রায়। স্টার জলসার সিরিয়াল ‘আঁচল’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত টুসু চরিত্র বেশ জনপ্রিয়তা পায়। পড়াশোনার জন্য কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরে এসে আবারো মাত করেন ‘কড়ি খেলা’র পারমিতা চরিত্র দিয়ে।
এ ধারাবাহিকের কাহিনিকার প্রশান্ত রথি ও শাশ্বতি ঘোষ। পরিচালনায় আছেন বিদ্যুৎ সাহা। শ্রীপর্ণা রায় ছাড়া অভিনয়ে আরও আছেন আনন্দ ঘোষ, তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সিরিয়ালটি ফেরার খবর জানালেও এখনো প্রচার সময় জানায়নি জি বাংলা।
দেখুন ‘কড়ি খেলা’র নতুন ট্রেলার:

বছরজুড়েই বিভিন্ন অঙ্গনের শিল্পীদের প্রয়াণ শোকাহত করেছে সংস্কৃতি অঙ্গনের মানুষকে। ২০২৫ সালে প্রয়াত শিল্পীদের খবর এই প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
বছরজুড়ে চলচ্চিত্রের জগতে ঘটেছে কাঙ্ক্ষিত ও অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। আজকের পত্রিকার পাঠকদের জন্য নির্বাচিত পাঁচটি আলোচিত ঘটনার খবর।
১০ ঘণ্টা আগে
২০২৫ সালে অনেক তারকা যেমন বিয়ের পিঁড়িতে বসেছেন, তেমনি এসেছে বিবাহবিচ্ছেদের খবর। তারকাদের বিয়ে ও বিচ্ছেদের খবর নিয়ে এই প্রতিবেদন।
১০ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দেশে। শোকাহত দেশের সাংস্কৃতিক ব্যক্তিরাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন তাঁরা। অনেকেই করেছেন স্মৃতিচারণা। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান।
১৭ ঘণ্টা আগে