Ajker Patrika

‘পবিত্র রিশতা’ নিয়ে ফিরছে মানব- অর্চনা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২১: ৪৬
‘পবিত্র রিশতা’ নিয়ে ফিরছে মানব- অর্চনা

ভারতীয় টিভি চ্যানেল জিটিভির একসময়কার জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’। এবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মাণ হয়েছে সিরিয়ালটির দ্বিতীয় সিজন। এই সিরিয়ালে ‘অর্চনা’র চরিত্রে আগের মতোই অভিনয় করছেন অঙ্কিতা। কিন্তু সুশান্ত সিংয়ের পরিবর্তে নতুন ‘মানব’ হয়েছেন শাহির শেখ। যদিও সুশান্ত আজ বেঁচে থাকলে ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজনের প্রশংসাই করতেন, জানিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা।

ইতিমধ্যে সামনে এসেছে মানব আর অর্চনার সাত পাকে বাঁধা পড়ার প্রমো। ট্রেলারের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অঙ্কিতা। ক্যাপশনে লিখেছেন: ‘ভালোবাসা এবং পরিবারের মধ্যে অঙ্কিতা কাকে নির্বাচন করবে? ১৫ সেপ্টেম্বর থেকে জি ফাইভে দেখুন পবিত্র রিশতা ২।’

ভারতীয় গণমাধ্যমে অঙ্কিতা জানিয়েছেন, ‘১২ বছর পর অর্চনা হিসেবে ফিরে আসার অভিজ্ঞতা অসাধারণ। ভয় লাগছিল, সাড়ে পাঁচ বছর ধরে এই চরিত্রে অভিনয় করেছি। অর্চনা আমারই অংশ হয়ে গিয়েছে। “পবিত্র রিশতা” আমার প্রথম ধারাবাহিক। আমি সব সময় বলি ওটাই আমার জন্মস্থান। দ্বিতীয় পার্টের জন্য যখন অর্চনা হিসেবে তৈরি হচ্ছি, তখন আবেগপ্রবণ হয়ে পড়ি।’

প্রয়াত সুশান্ত প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ‘সব সময়ই ভালো জিনিসের প্রশংসা করত সুশান্ত। আমার মনে হয়, ও যদি দেখত আমি পবিত্র রিশতা করছি, খুশি হতো। প্রশংসা করত। পবিত্র রিশতা আমাদের সম্পর্ক তৈরি করেছিল।’

শাহির জানিয়েছেন, তাঁর কাছে যখন মানবের চরিত্রে অভিনয়ের অফার আসে, তখন তা ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। মানবের চরিত্রে সুশান্তের জায়গায় অভিনয় একটা বড় চ্যালেঞ্জ। তারপর মাথায় এসেছিল সুশান্তও তো জীবনে ঝুঁকি নিতে ভালোবাসত। তাই বেশি কিছু না ভেবে হ্যাঁ করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত