
ছবি নয়, ওয়েব সিরিজ নির্মাণে নামছেন জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ‘মোনা’ নামের একটি ওয়েব সিরিজের। ‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন একঝাঁক অভিনয়শিল্পী। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন। তিনি ‘কে হবে মাসুদ রানা’ র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।
সাজ্জাদ বলেন, ‘আমি নাটকেও অভিনয় করেছি। তবে ছবির জন্য মাঝে প্রস্তুতি নিচ্ছিলাম। বড় পর্দাই আমার মূল লক্ষ্য। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। এই ওয়েব সিরিজটি হচ্ছে বড় আয়োজনে।’
সাজ্জাদ জানান, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছেন। ডিসেম্বরে সিরিজটির শুটিং শুরু হবে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চা মেয়ে ‘মোনা’ নাম ভূমিকায় অভিয় করবেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।
এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়।

ছবি নয়, ওয়েব সিরিজ নির্মাণে নামছেন জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ‘মোনা’ নামের একটি ওয়েব সিরিজের। ‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন একঝাঁক অভিনয়শিল্পী। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন। তিনি ‘কে হবে মাসুদ রানা’ র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।
সাজ্জাদ বলেন, ‘আমি নাটকেও অভিনয় করেছি। তবে ছবির জন্য মাঝে প্রস্তুতি নিচ্ছিলাম। বড় পর্দাই আমার মূল লক্ষ্য। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। এই ওয়েব সিরিজটি হচ্ছে বড় আয়োজনে।’
সাজ্জাদ জানান, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছেন। ডিসেম্বরে সিরিজটির শুটিং শুরু হবে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চা মেয়ে ‘মোনা’ নাম ভূমিকায় অভিয় করবেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।
এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে