
স্টার জলসার নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি। গতকাল শুরু হয়েছে এর প্রচার। এই সিরিয়ালের মাধ্যমে অনেক দিন পর ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ‘সহচরী’। গল্পে সহচরী ও বরফির অসমবয়স্ক বন্ধুত্ব দেখা যাবে। বরফির চরিত্রে দেখা যাবে অরুণিমা হালদারকে।
আমাদের চারপাশে অনেক নারী আছে, যারা সংসারের চাপে পড়াশোনায় পিছিয়ে পড়ে। কিন্তু সংসারের দায়িত্ব সামলে কেউ কেউ সাহস করে ঠিকই এগিয়ে যায়। আর সে রকমই এক নারী সহচরী। গল্পের নায়িকা সহচরীর ইচ্ছা উচ্চশিক্ষিত হওয়ার। সংসারের চাপ, সবার হেয়-তাচ্ছিল্য—সবকিছুর বাইরে গিয়ে কলেজে ভর্তি হয় সে। সেখানেই আলাপ হয় বরফির সঙ্গে। কথায় বলে, ‘বন্ধুত্ব না মানে বয়স, না মানে সময়’। সহচরীর স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়ায় কলেজছাত্রী বরফি। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এমন অসমবয়সী বন্ধুত্বের গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কনীনিকা বললেন, ‘বাস্তবেই আমার প্রায় সব বন্ধুর থেকে আমার বয়সের পার্থক্য ২০-২৫ বছরের। খুব কম বন্ধু আছে, যারা আমার বয়সী। তাই নিজেকে বরফির জায়গায় রেখে বলতে পারি, বাস্তবেও সত্যিই এমন বন্ধুত্ব হয়। এখানে দুটি মেয়ের বন্ধুত্ব দেখানো হচ্ছে। আমার মনে হয়, একজন মেয়েই কেবল আরেকজন মেয়েকে সম্পূর্ণভাবে বুঝতে পারে।’
গল্পে কি সহচরীর স্বপ্নপূরণ হবে? সেই উত্তর দেবে সময়। তবে কনীনিকার কি কোনো অপূর্ণ স্বপ্ন আছে? উত্তরে বলেন, ‘আমার না, কিন্তু আমার মায়ের আছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু ছোট থেকে আমি বলতাম, আমি মাধুরী দীক্ষিত হব। বাবা পাশে ছিলেন সব সময়। বাবার উৎসাহে থিয়েটারে যোগ দেওয়া, অভিনয় শেখা। এখন আমার নিজের অভিনয় শেখানোর স্কুল আছে। এখন চাই সেখানকার ছাত্রছাত্রীরা ভালো অভিনয় করুক। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো শিল্পী যেন দিয়ে যেতে পারি। এটাই এখন স্বপ্ন।’

স্টার জলসার নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি। গতকাল শুরু হয়েছে এর প্রচার। এই সিরিয়ালের মাধ্যমে অনেক দিন পর ছোট পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ‘সহচরী’। গল্পে সহচরী ও বরফির অসমবয়স্ক বন্ধুত্ব দেখা যাবে। বরফির চরিত্রে দেখা যাবে অরুণিমা হালদারকে।
আমাদের চারপাশে অনেক নারী আছে, যারা সংসারের চাপে পড়াশোনায় পিছিয়ে পড়ে। কিন্তু সংসারের দায়িত্ব সামলে কেউ কেউ সাহস করে ঠিকই এগিয়ে যায়। আর সে রকমই এক নারী সহচরী। গল্পের নায়িকা সহচরীর ইচ্ছা উচ্চশিক্ষিত হওয়ার। সংসারের চাপ, সবার হেয়-তাচ্ছিল্য—সবকিছুর বাইরে গিয়ে কলেজে ভর্তি হয় সে। সেখানেই আলাপ হয় বরফির সঙ্গে। কথায় বলে, ‘বন্ধুত্ব না মানে বয়স, না মানে সময়’। সহচরীর স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়ায় কলেজছাত্রী বরফি। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। এমন অসমবয়সী বন্ধুত্বের গল্প প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কনীনিকা বললেন, ‘বাস্তবেই আমার প্রায় সব বন্ধুর থেকে আমার বয়সের পার্থক্য ২০-২৫ বছরের। খুব কম বন্ধু আছে, যারা আমার বয়সী। তাই নিজেকে বরফির জায়গায় রেখে বলতে পারি, বাস্তবেও সত্যিই এমন বন্ধুত্ব হয়। এখানে দুটি মেয়ের বন্ধুত্ব দেখানো হচ্ছে। আমার মনে হয়, একজন মেয়েই কেবল আরেকজন মেয়েকে সম্পূর্ণভাবে বুঝতে পারে।’
গল্পে কি সহচরীর স্বপ্নপূরণ হবে? সেই উত্তর দেবে সময়। তবে কনীনিকার কি কোনো অপূর্ণ স্বপ্ন আছে? উত্তরে বলেন, ‘আমার না, কিন্তু আমার মায়ের আছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। কিন্তু ছোট থেকে আমি বলতাম, আমি মাধুরী দীক্ষিত হব। বাবা পাশে ছিলেন সব সময়। বাবার উৎসাহে থিয়েটারে যোগ দেওয়া, অভিনয় শেখা। এখন আমার নিজের অভিনয় শেখানোর স্কুল আছে। এখন চাই সেখানকার ছাত্রছাত্রীরা ভালো অভিনয় করুক। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো শিল্পী যেন দিয়ে যেতে পারি। এটাই এখন স্বপ্ন।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৯ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৯ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৯ ঘণ্টা আগে