
দেশখ্যাত গায়ক সোহেল হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত হয় তারই পুরোনো বন্ধু সিআইডি অফিসার রাশেদ। সন্দেহের তালিকায় থাকে সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেকেই। রাশেদের তদন্তে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।
এই একটি হত্যাকাণ্ডকে ঘিরে চলতে থাকে রোমান্টিক থ্রিলার ঘরানার ফিল্ম ‘রেডরাম’-এর গল্প। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিনেমাটি।
এরই মধ্যে রেডরাম-এর পোস্টার ও ট্রেলার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। আলোচনা হচ্ছে আফরান নিশো ও মেহ্জাবীনের লুক নিয়েও।
নিজের প্রথম ওয়েব ফিল্ম মুক্তির খবরে ভীষণ উচ্ছ্বসিত মেহ্জাবীন। তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করব না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি, শুধু নাটকের কথা বলেছি। আমি তখন ফিল্মের প্রস্তুতি নিচ্ছিলাম। রেডরাম-এ আমার লুকেও বদল আনতে হয়েছে।’
‘রেডরাম’ সিনেমায় ডিবি অফিসার রাশেদ চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটাচলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা পুরো টিম অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি।’
রেডরাম-এ নিশো ও মেহ্জাবীন ছাড়াও দেখা যাবে মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু ও মুকুল সিরাজকে।
পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘যাঁরা আমার কাজ দেখেন ও পছন্দ করেন, তাঁরা জানেন আমি থ্রিলার ঘরানা খুব পছন্দ করি। রেডরাম সিনেমাটি ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে গল্প শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটি দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবেন।’
দেখুন ‘রেডরাম’-এর ট্রেলার:

দেশখ্যাত গায়ক সোহেল হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত হয় তারই পুরোনো বন্ধু সিআইডি অফিসার রাশেদ। সন্দেহের তালিকায় থাকে সোহেলের স্ত্রী নীলাসহ পরিবারের আরও অনেকেই। রাশেদের তদন্তে বেরিয়ে আসতে থাকে অতীতের কালো সত্য।
এই একটি হত্যাকাণ্ডকে ঘিরে চলতে থাকে রোমান্টিক থ্রিলার ঘরানার ফিল্ম ‘রেডরাম’-এর গল্প। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সিনেমাটি।
এরই মধ্যে রেডরাম-এর পোস্টার ও ট্রেলার দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। আলোচনা হচ্ছে আফরান নিশো ও মেহ্জাবীনের লুক নিয়েও।
নিজের প্রথম ওয়েব ফিল্ম মুক্তির খবরে ভীষণ উচ্ছ্বসিত মেহ্জাবীন। তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করব না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি, শুধু নাটকের কথা বলেছি। আমি তখন ফিল্মের প্রস্তুতি নিচ্ছিলাম। রেডরাম-এ আমার লুকেও বদল আনতে হয়েছে।’
‘রেডরাম’ সিনেমায় ডিবি অফিসার রাশেদ চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। তিনি বলেন, ‘এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটাচলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা পুরো টিম অনেক ধরনের প্রস্তুতি নিয়েছি।’
রেডরাম-এ নিশো ও মেহ্জাবীন ছাড়াও দেখা যাবে মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু ও মুকুল সিরাজকে।
পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘যাঁরা আমার কাজ দেখেন ও পছন্দ করেন, তাঁরা জানেন আমি থ্রিলার ঘরানা খুব পছন্দ করি। রেডরাম সিনেমাটি ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে গল্প শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটি দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবেন।’
দেখুন ‘রেডরাম’-এর ট্রেলার:

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৭ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৭ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৭ ঘণ্টা আগে