Ajker Patrika

‘মা সারদা’ চরিত্রে সন্দীপ্তা

‘মা সারদা’ চরিত্রে সন্দীপ্তা

টেলিভিশন দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা সেন। ‘দুর্গা’, ‘টাপুর টুপুর’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এরই মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক।

বহুদিন পর আবার চেনা মাঠে ব্যাট করছেন সন্দীপ্তা। ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘মা সারদা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। ঐতিহাসিক এই চরিত্রে এবারই প্রথম। সেখানে লাল পাড় সাদা শাড়ি এবং শাঁখা-সিঁদুর পরে পর্দায় ধরা দিচ্ছেন তিনি।

কলকাতার অভিনেত্রী সন্দীপ্তা সেনসারদা দেবীর চরিত্র নিঃসন্দেহে সন্দীপ্তার কাছে নতুন চ্যালেঞ্জ। সন্দীপ্তার মতে, ‘বাঙালির অত্যন্ত কাছের একটা চরিত্র এটি। ৭০ শতাংশ হিন্দু বাঙালির বাড়িতে সারদা মায়ের ছবি থাকে। আমিও ছোট থেকে সারদা দেবী, রামকৃষ্ণর অনেক গল্প শুনে বড় হয়েছি। সেই চরিত্র তো অবশ্যই একটা চ্যালেঞ্জের।’

সন্দীপ্তা বলেন, ‘নাটকের সেটে দেব-দেবীর মূর্তি। একটা অন্য রকম ভক্তি নিয়ে কাজ করতে হয়। সৌরভ হয়েছে রামকৃষ্ণ, ভীষণ ভালো অভিনয় করে ও। অনেক দিন রিসার্চ করে কাজটা করা হচ্ছে।’

কলকাতার অভিনেত্রী সন্দীপ্তা সেনমৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করবেন সন্দীপ্তা। শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। তিনটি ওয়েব সিরিজ়ের কথাও পাকা হয়ে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত